নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বিস্ফোরক ও সন্ত্রাস আইনে করা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি চট্টগ্রামের সাবেক কমান্ডার এরশাদ হোসাইন ওরফে মামুনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এই মামলায় তিন আসামিকে বেকসুর খালাস দেন।
আজ মঙ্গলবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা নগরের আকবর শাহ থানায় আট বছর আগে করা মামলাটির বিচার শেষে এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নোমান চৌধুরী বলেন, আসামি এরশাদ হোসাইনকে ২০ বছর কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি বলেন, চার আসামির বিরুদ্ধে বিস্ফোরক আইনের ৪ ও ৬ ধারায় অভিযোগ ছিল। বিস্ফোরক দ্রব্য যার থেকে উদ্ধার করা হবে তাঁর সাজা অবশ্যই হবে। যেহেতু তিনজনের কাছ থেকে কোনো কিছুই পাওয়া যায়নি তাই তাঁদের বিজ্ঞ আদালত বেকসুর খালাস দিয়েছেন।
এই মামলায় খালাসপ্রাপ্ত আসামিরা হলেন—বুলবুল আহম্মদ সরকার (৩৪), মো. সুজন (৩২) ও মাহাবুবুর রহমান প্রকাশ খোকন (৪৩)।
এর আগে গত ১১ এপ্রিল আলোচিত এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। তখন আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। পরে আদালত মঙ্গলবার (৯ মে) রায়ের তারিখ ধার্য করেন।
এদিন নির্ধারিত তারিখে রায় প্রচারের আগে সকাল সাড়ে ১১টায় চার আসামিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।
মামলার নথিসূত্রে জানা গেছে, ২০১৫ সালে ২৩ মার্চ চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকায় মীর আউলিয়া মাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় গোপন বৈঠকে অভিযান চালায় পুলিশ। পরে বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বইসহ এরশাদ হোসাইন ওরফে মামুনকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় আকবর শাহ থানায় এরশাদের নাম উল্লেখ করে ও দুই-তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা করেন। মামলার সময় এরশাদ তখন ২০ বছরের তরুণ ছিলেন।
২০১৫ সালের শেষ দিকে নগরের কর্ণফুলী থানায় দায়ের হওয়া পৃথক তিন মামলায় বুলবুল আহমেদ সরকার, মো. সুজন ও মাহাবুবুর রহমান ওরফে খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের আকবরশাহ থানায় দায়ের হওয়া মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়। ২০১৬ সালের ৮ এপ্রিল চারজনের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে পৃথক অভিযোগ এনে আদালতে সম্পূরক চার্জশিট জমা দেয় আকবরশাহ থানা-পুলিশ।
২০২০ সালের ২৪ নভেম্বর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। গত ২৭ ফেব্রুয়ারি মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
চট্টগ্রামে বিস্ফোরক ও সন্ত্রাস আইনে করা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি চট্টগ্রামের সাবেক কমান্ডার এরশাদ হোসাইন ওরফে মামুনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এই মামলায় তিন আসামিকে বেকসুর খালাস দেন।
আজ মঙ্গলবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা নগরের আকবর শাহ থানায় আট বছর আগে করা মামলাটির বিচার শেষে এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নোমান চৌধুরী বলেন, আসামি এরশাদ হোসাইনকে ২০ বছর কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি বলেন, চার আসামির বিরুদ্ধে বিস্ফোরক আইনের ৪ ও ৬ ধারায় অভিযোগ ছিল। বিস্ফোরক দ্রব্য যার থেকে উদ্ধার করা হবে তাঁর সাজা অবশ্যই হবে। যেহেতু তিনজনের কাছ থেকে কোনো কিছুই পাওয়া যায়নি তাই তাঁদের বিজ্ঞ আদালত বেকসুর খালাস দিয়েছেন।
এই মামলায় খালাসপ্রাপ্ত আসামিরা হলেন—বুলবুল আহম্মদ সরকার (৩৪), মো. সুজন (৩২) ও মাহাবুবুর রহমান প্রকাশ খোকন (৪৩)।
এর আগে গত ১১ এপ্রিল আলোচিত এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। তখন আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। পরে আদালত মঙ্গলবার (৯ মে) রায়ের তারিখ ধার্য করেন।
এদিন নির্ধারিত তারিখে রায় প্রচারের আগে সকাল সাড়ে ১১টায় চার আসামিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।
মামলার নথিসূত্রে জানা গেছে, ২০১৫ সালে ২৩ মার্চ চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকায় মীর আউলিয়া মাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় গোপন বৈঠকে অভিযান চালায় পুলিশ। পরে বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বইসহ এরশাদ হোসাইন ওরফে মামুনকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় আকবর শাহ থানায় এরশাদের নাম উল্লেখ করে ও দুই-তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা করেন। মামলার সময় এরশাদ তখন ২০ বছরের তরুণ ছিলেন।
২০১৫ সালের শেষ দিকে নগরের কর্ণফুলী থানায় দায়ের হওয়া পৃথক তিন মামলায় বুলবুল আহমেদ সরকার, মো. সুজন ও মাহাবুবুর রহমান ওরফে খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের আকবরশাহ থানায় দায়ের হওয়া মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়। ২০১৬ সালের ৮ এপ্রিল চারজনের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে পৃথক অভিযোগ এনে আদালতে সম্পূরক চার্জশিট জমা দেয় আকবরশাহ থানা-পুলিশ।
২০২০ সালের ২৪ নভেম্বর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। গত ২৭ ফেব্রুয়ারি মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে