Ajker Patrika

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে, নিহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১২: ৩৯
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে, নিহত ১

লক্ষ্মীপুরের বটতলীতে যাত্রীবাহী বাস উল্টে রাস্তার পাশে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। আজ বুধবার সকালে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম বাদশা মিয়া (৪৫)। তিনি বাসের সুপারভাইজার ছিলেন। বাদশা রামগতির শিক্ষাগ্রামের মো. আবদুল মালেকের ছেলে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মাহামদুল হাসান, দেলোয়ার হোসেন ও আদিব হোসেনের অবস্থা আশঙ্কাজনক। 

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৬টার দিকে রামগতি থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় হিমাচল পরিবহনের বাসটি। লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের বটতলীতে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা কাভার্ড ভ্যানকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীদের সহযোগিতায় বাস থেকে কমপক্ষে ২০ যাত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়। এদের মধ্যে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান বাসের সুপারভাইজার বাদশা মিয়া। পরে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে বাসটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস থেকে বেশ কয়েকজন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থায় গুরুতর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত