Ajker Patrika

কক্সবাজারে ছাত্রলীগ নেতা ইমন হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে ছাত্রলীগ নেতা ইমন হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

কক্সবাজারে শহরে ছাত্রলীগ নেতা ইমন হাসান মাওলা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। আজ রোববার সকালে ইমনের বাবা মোহাম্মদ হাসান বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন। 

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলায় আবদুল্লাহ খানকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ ৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত আসামি ওয়াসিম ও মিজানকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। 

এ দিকে মামলার প্রধান আসামি আবদুল্লাহ খানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

কক্সবাজার র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) বিল্লাল উদ্দিন জানান, রোববার ভোরে টেকনাফের কচুবনিয়া এলাকা থেকে আবদুল্লাহ খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হবে। 

গত ২১ জুলাই রাতে কক্সবাজার শহরের পেশকারপাড়ায় ছুরিকাঘাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন হাসান মাওলাকে ছুরিকাঘাত করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত