Ajker Patrika

কক্সবাজারে ছাত্রলীগ নেতা ইমন হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে ছাত্রলীগ নেতা ইমন হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

কক্সবাজারে শহরে ছাত্রলীগ নেতা ইমন হাসান মাওলা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। আজ রোববার সকালে ইমনের বাবা মোহাম্মদ হাসান বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন। 

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলায় আবদুল্লাহ খানকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ ৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত আসামি ওয়াসিম ও মিজানকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। 

এ দিকে মামলার প্রধান আসামি আবদুল্লাহ খানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

কক্সবাজার র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) বিল্লাল উদ্দিন জানান, রোববার ভোরে টেকনাফের কচুবনিয়া এলাকা থেকে আবদুল্লাহ খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হবে। 

গত ২১ জুলাই রাতে কক্সবাজার শহরের পেশকারপাড়ায় ছুরিকাঘাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন হাসান মাওলাকে ছুরিকাঘাত করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত