Ajker Patrika

কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

কুমিল্লার বিভিন্ন উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সদর দক্ষিণ, চান্দিনা, বুড়িচং ও দেবিদ্বার উপজেলায় তাদের মৃত্যু হয়। 

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃত ব্যক্তিরা হলেন–চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর গ্রামের সুন্দর আলীর ছেলে দৌলতুর রহমান (৪৭), সদর দক্ষিণ উপজেলার গলিয়ার ইউনিয়নের উত্তর সূর্যনগর গ্রামের আতিকুল ইসলাম (৫০), দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামের মোখলেছুর রহমান (৫৮) এবং বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাচোরা গ্রামের কুদ্দুস মিয়ার আলম হোসেন। 

জানা যায়, চান্দিনা উপজেলার কিছমত-শ্রীমন্তপুর গ্রামে দৌলতুর রহমান ধান খেতে ওষুধ ছিটানোর সময় হঠাৎ বৃষ্টি নামলে ওষুধ ছিটানোর মেশিন জমিতে রেখে বাড়ি চলে আসেন। কিছুক্ষণ পর মেশিন আনতে গেলে বজ্রপাতে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘চার উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট থানা-পুলিশ এ বিষয়ে কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত