Ajker Patrika

অসহায় বৃদ্ধার বাড়িতে ৩ মাসের খাবার পৌঁছে দিল সামাজিক সংগঠন

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
অসহায় বৃদ্ধার বাড়িতে ৩ মাসের খাবার পৌঁছে দিল সামাজিক সংগঠন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক অসহায় বৃদ্ধাকে তিন মাসের খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল ‘সৈয়দাবাদ মানব সেবা ব্লাড ডোনার ব্যাংক’ নামের একটি সামাজিক সংগঠন। বিধবা অসহায় ওই বৃদ্ধার নাম আফিয়া খাতুন (৭০)। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া উপজেলার সৈয়দাবাদ গ্রামে। 

শনিবার বিকেলে এসব খাদ্যসামগ্রী বৃদ্ধার বাড়িতে পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫০ কেজি চাল, ১০ কেজি আলু, ৫ কেজি ডাল, ৫ কেজি তেলসহ ২৮ ধরনের সামগ্রী। 

দরিদ্র বৃদ্ধা আফিয়া খাতুনের একটি মেয়ে আছে। কিন্তু নিজের সংসারে অভাব থাকার কারণে মাকে সাহায্য করতে পারেন না তিনি। আর বয়স ও অসুস্থতার ভারে কোনো কাজ করতে পারেন না আফিয়া খাতুন। প্রতিবেশীদের সহযোগিতায় কোনো মতে খেয়ে না খেয়ে বেঁচে আছেন তিনি। সংগঠনের সদস্যরা বিষয়টি জানতে পেরে নিজেদের তহবিলের টাকা দিয়ে তিন মাসের খাবার কিনে দেন। 
 
সংগঠনের সাধারণ সম্পাদক আজিম সরকার বলেন, ‘আমাদের সংগঠনের সদস্যরা সব সময় সামাজিক সেবামূলক কাজ করতে আনন্দবোধ করে। সেই চেতনা থেকে আমরা ৩ মাসের খাদ্য সামগ্রী ওই অসহায় বৃদ্ধার বাড়িতে পৌঁছে দিয়েছি। সামাজিক ও মানবিক কাজের পাশাপাশি আমাদের সংগঠনের সদস্যরা বিভিন্ন সময়ে রোগীদের প্রয়োজনে রক্ত দিয়ে সহায়তা করে থাকে। আমাদের এই সেবামূলক কাজ চালিয়ে যেতে সচেতন মহলের সহযোগিতা কামনা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত