Ajker Patrika

চবিতে সাংবাদিককে মারধর: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২০ জুন ২০২৩, ১৭: ৪৭
চবিতে সাংবাদিককে মারধর: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে চবি সাংবাদিক সমিতি। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা ও বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরের সামনে সাংবাদিক দোস্ত মোহাম্মদকে হত্যাচেষ্টাকারী ছাত্রলীগ কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে এই সময় বেঁধে দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার অপরাধীদের বিরুদ্ধে মামলা ও বহিষ্কারের আশ্বাস দেন।

শিরীণ আখতার বলেন, ‘আমার শিক্ষার্থীর ওপর হামলা হয়েছে। আমি এর বিচার করবই। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেব। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অথবা নিরাপত্তাপ্রধান বাদী হয়ে মামলা করবেন। এবং জড়িতদের স্থায়ী বহিষ্কার করা হবে।’

সংগঠনের প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আজহারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি সৈয়দ বাইজিদ ইমন, ইমরান হোসাইন, বর্তমান সভাপতি মাহবুব এ রহমান, সাধারণ সম্পাদক ইমাম ইমু, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম, নবাব আব্দুর রহিম, সমিতির সদস্য নুর নওশাদ ও মারজান আক্তার। 

মানববন্ধন থেকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে চবিসাস সভাপতি মাহবুব এ রহমান বলেন, চবিতে সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা নতুন নয়। বিচারহীনতার সংস্কৃতি তৈরি হওয়ায় ছাত্রলীগ দিনে দিনে আরও বর্বর হয়ে উঠছে। একজন কিডনি রোগীর ওপর এমন বর্বরোচিত হামলার বিচার ২৪ ঘণ্টার মধ্যে নিশ্চিত না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

চবিসাস সাধারণ সম্পাদক ইমাম ইমু বলেন, চাকসুর অবর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকেরা শিক্ষার্থীদের মুখপাত্র হিসেবে কাজ করছেন। সেই সাংবাদিকরাই যদি ক্যাম্পাসে অনিরাপদ হন, তাহলে এ বিশ্ববিদ্যালয়ে কেউই নিরাপদ নন। আগেও সাংবাদিক মারজান আক্তারের ওপর হামলার ঘটনায় বিচার নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জন্য লজ্জার।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বরের একটি চায়ের দোকানের চেয়ারে বসাকে কেন্দ্র করে চবি সাংবাদিক সমিতির সদস্য দোস্ত মোহাম্মদের মুখে গরম চা ঢেলে দেন শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক খালেদ মাসুদ। এ সময় সাংবাদিক পরিচয় দিলে উল্টো পেটে উপর্যুপরি লাথি মারতে থাকেন ঘটনাস্থলে উপস্থিত ছাত্রলীগের কর্মীরা। পরে ভুক্তভোগী সাংবাদিককে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা খালেদ মাসুদ ২০২১ সালেও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত