Ajker Patrika

পেকুয়ায় পলাতক আসামি গ্রেপ্তার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
পেকুয়ায় পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজারের পেকুয়ায় বিশেষ অভিযানে তিনজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে সদর ইউনিয়নের চৌমুহনী স্টেশন ও পেকুয়া বাজার থেকে তাদের গ্রেপ্তার করেন পেকুয়া থানার পুলিশ। 

গ্রেপ্তার আসামিরা হলেন, পেকুয়া সদর ইউনিয়নের ছিরাদিয়া এলাকার মৃত দানু মিয়ার ছেলে আজিম মিয়া (২৫), আফতাব উদ্দিনের ছেলে মো. মিজান (২৪) ও একই ইউনিয়নের মগকাটা এলাকার বারেক আহামদের ছেলে আবু সৈয়দ (৩৫)। এদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামি। অপর দুজন নিয়মিত মামলার আসামি। 

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, ‘আবু সৈয়দের বিরুদ্ধে একটি বন মামলায় ৪ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে। আজিম মিয়া ও মো. মিজানের বিরুদ্ধে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।’ 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের আদেশ উপেক্ষা করে এত দিন তারা পালিয়ে বেড়াচ্ছিল। রোববার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত