Ajker Patrika

চবি শিক্ষক সমিতি নির্বাচনে উপাচার্যপন্থীদের ভরাডুবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চবি শিক্ষক সমিতি নির্বাচনে উপাচার্যপন্থীদের ভরাডুবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্যপন্থীদের ভরাডুবি হয়েছে। ১১টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ টিতেই জয় পেয়েছে আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের হলুদ প্যানেলের প্রার্থীরা।

আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ভোট গ্রহণ হয়। নির্বাচনে ৮৯৫ জন ভোটারের মধ্যে ৭৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দীন।

এতে সভাপতি নির্বাচিত হন হলুদ দলের প্রার্থী রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকি, সহসভাপতি হলুদ দলের প্রার্থী নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলা উদ্দিন, কোষাধ্যক্ষ হলুদ দলের প্রার্থী ড. মুহাম্মদ আলী আরশাদ চৌধুরী, সাধারণ সম্পাদক হলুদ দলের প্রার্থী ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক আবদুল হক, যুগ্ম সম্পাদক পদে উপাচার্যপন্থী প্যানেলের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান। 

 ৬টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন-উপাচার্যপন্থী প্যানেলের আইন বিভাগের অধ্যাপক ড. রকিবা নবী, হলুদ দলের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, উপাচার্যপন্থী প্যানেলের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. মো. দানেশ মিয়া, হলুদ দলের মার্কেটিং বিভাগের অধ্যাপক এস এম সালামত উল্যা ভূঁইয়া, উপাচার্যপন্থী প্যানেলের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম, হলুদ দলের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. লায়লা খালেদা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে গত কয়েক বছরের মতো এবারও অংশ নেয়নি বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা। তবে আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল পূর্ণ প্যানেলে প্রার্থী দিলেও নিজেদের ‘মূল হলুদ’ দল দাবি করে প্রার্থী দিয়েছে আরেকটি অংশ। এই প্যানেলকে ‘উপাচার্যপন্থী’ বলছেন হলুদ দলের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত