চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্যপন্থীদের ভরাডুবি হয়েছে। ১১টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ টিতেই জয় পেয়েছে আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের হলুদ প্যানেলের প্রার্থীরা।
আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ভোট গ্রহণ হয়। নির্বাচনে ৮৯৫ জন ভোটারের মধ্যে ৭৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দীন।
এতে সভাপতি নির্বাচিত হন হলুদ দলের প্রার্থী রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকি, সহসভাপতি হলুদ দলের প্রার্থী নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলা উদ্দিন, কোষাধ্যক্ষ হলুদ দলের প্রার্থী ড. মুহাম্মদ আলী আরশাদ চৌধুরী, সাধারণ সম্পাদক হলুদ দলের প্রার্থী ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক আবদুল হক, যুগ্ম সম্পাদক পদে উপাচার্যপন্থী প্যানেলের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান।
৬টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন-উপাচার্যপন্থী প্যানেলের আইন বিভাগের অধ্যাপক ড. রকিবা নবী, হলুদ দলের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, উপাচার্যপন্থী প্যানেলের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. মো. দানেশ মিয়া, হলুদ দলের মার্কেটিং বিভাগের অধ্যাপক এস এম সালামত উল্যা ভূঁইয়া, উপাচার্যপন্থী প্যানেলের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম, হলুদ দলের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. লায়লা খালেদা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে গত কয়েক বছরের মতো এবারও অংশ নেয়নি বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা। তবে আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল পূর্ণ প্যানেলে প্রার্থী দিলেও নিজেদের ‘মূল হলুদ’ দল দাবি করে প্রার্থী দিয়েছে আরেকটি অংশ। এই প্যানেলকে ‘উপাচার্যপন্থী’ বলছেন হলুদ দলের নেতারা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্যপন্থীদের ভরাডুবি হয়েছে। ১১টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ টিতেই জয় পেয়েছে আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের হলুদ প্যানেলের প্রার্থীরা।
আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ভোট গ্রহণ হয়। নির্বাচনে ৮৯৫ জন ভোটারের মধ্যে ৭৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দীন।
এতে সভাপতি নির্বাচিত হন হলুদ দলের প্রার্থী রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকি, সহসভাপতি হলুদ দলের প্রার্থী নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলা উদ্দিন, কোষাধ্যক্ষ হলুদ দলের প্রার্থী ড. মুহাম্মদ আলী আরশাদ চৌধুরী, সাধারণ সম্পাদক হলুদ দলের প্রার্থী ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক আবদুল হক, যুগ্ম সম্পাদক পদে উপাচার্যপন্থী প্যানেলের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান।
৬টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন-উপাচার্যপন্থী প্যানেলের আইন বিভাগের অধ্যাপক ড. রকিবা নবী, হলুদ দলের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, উপাচার্যপন্থী প্যানেলের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. মো. দানেশ মিয়া, হলুদ দলের মার্কেটিং বিভাগের অধ্যাপক এস এম সালামত উল্যা ভূঁইয়া, উপাচার্যপন্থী প্যানেলের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম, হলুদ দলের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. লায়লা খালেদা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে গত কয়েক বছরের মতো এবারও অংশ নেয়নি বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা। তবে আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল পূর্ণ প্যানেলে প্রার্থী দিলেও নিজেদের ‘মূল হলুদ’ দল দাবি করে প্রার্থী দিয়েছে আরেকটি অংশ। এই প্যানেলকে ‘উপাচার্যপন্থী’ বলছেন হলুদ দলের নেতারা।
মালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৩৫ মিনিট আগেমাদারীপুরের শিবচরে নিজের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন এক মা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তুল্লাহ সেতুতে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ছেলের বোঝা বইতে না পেরে ছেলেকে নদে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন ওই নারী।
৩৭ মিনিট আগেনোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসা থেকে জোবায়ের ইবনে জিদান (১২) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষকেরা নির্যাতনে জিদানকে হত্যা করে লাশ শৌচাগারে ঝুলিয়ে রেখেছেন। আজ বুধবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর কাঞ্চন মেম্বারের পোল
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
১ ঘণ্টা আগে