Ajker Patrika

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল বাবা-মেয়ের

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল বাবা-মেয়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের পেছনে মিনি ট্রাকের ধাক্কায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তাঁর আরও এক মেয়ে।

আজ শনিবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট সি সাইড ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুর এলাকার বাসিন্দা কাউসার আলম (৪৪) ও তাঁর মেয়ে তাসমিন (৫)। আহত অপর মেয়ে (১৫) আহতাবস্থায় হাসপাতালে ভর্তি আছে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকামুখী ওই মোটরসাইকেল মহাসড়কের সি সাইড ফিলিং স্টেশন এলাকা অতিক্রমকালে একইমুখী একটি মিনিট্রাক সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে তিন আরোহী মহাসড়কের মাঝখানে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই কাউসারের মৃত্যু হয় এবং গুরুতর আহত তাঁর দুই মেয়েকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাসমিনকে মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনা পরবর্তীতে ফৌজদার হাট ট্রাফিক পুলিশ ঘটনাস্থল থেকে মিনি ট্রাকচালক স্বপনকে আটকের পর হাইওয়ে থানায় হস্তান্তর করেছে। এ ছাড়া দুর্ঘটনাস্থল থেকে মিনি ট্রাক ও মোটরসাইকেলটি সরিয়ে থানা হেফাজতে এনে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত