Ajker Patrika

চকরিয়ায় আনোয়ার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৫: ২২
চকরিয়ায় আনোয়ার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় আনোয়ার হোছাইন (৩৮) হত্যা মামলার প্রধান আসামি মো. আইয়াজ উদ্দিনকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দরবেশকাটা উত্তরপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আয়াজ উদ্দিন উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের দরবেশকাটা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ২৪ জুন রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের দরবেশকাটা বাজারে স্ত্রীকে নিয়ে ঠাট্টা করায় প্রতিবাদ করেন আনোয়ার হোসেন। এ সময় তাঁকে কোমরে ছুরিকাঘাত করেন মো. আয়াজ উদ্দিন।

স্থানীয় লোকজন আনোয়ার হোসেনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন নিহতের বড় বোন আছমাউল হোছনা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার আজকের পত্রিকাকে বলেন, মামলার প্রধান আসামি আইয়াজ উদ্দিনকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত