দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা তিন দিনের বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে দেবিদ্বারের কৃষিজমি তলিয়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ২ হাজার ৭৯৩ হেক্টর জমির আগাম রবি শস্য ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানান দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ।
দেবিদ্বার উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে ১ হাজার ২৫ হেক্টর জমিতে আগাম আলু ও ৭৫০ হেক্টর জমিতে নানা রকমের সবজির আবাদ করা হয়েছিল। এর মধ্যে মুলা ৫৬ হেক্টর, লালশাক ৭৫ হেক্টর, ডাঁটা ৫৪ হেক্টর, লাউ ৭০ হেক্টর, ফুলকপি ৯৬ হেক্টর, বাঁধাকপি ৬০ হেক্টর, টমেটো ৮০ হেক্টর, পালং শাক ২৫ হেক্টর, শসা ২৫ হেক্টর, করলা ৩০ হেক্টর, ঢ্যাঁড়স ৩৬ হেক্টর, কাঁচা মরিচ ৬৫ হেক্টর, ধনিয়া পাতা ৮৫ হেক্টর, পেঁয়াজ ২০ হেক্টর, রসুন ১০ হেক্টর, মিষ্টি আলু ১৫ হেক্টরসহ ২ হাজার ৭৯৩ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
উপজেলার মোহনপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, টানা বৃষ্টিপাতে ভাসছে কৃষকের আমন ধান ও সবজি খেত। তলিয়ে গেছে বোরো ধানের আগাম বীজতলা, আলু ও মসুরের খেত। এ ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না বলে জানিয়েছেন উপস্থিত অনেক কৃষক।
মোহনপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবার মাঠে প্রায় দুই একর জমিতে আলু, এক একর জমিতে ফুলকপি ও দুই একর জমিতে মিষ্টি কুমড়াসহ অন্যান্য ফসল আবাদ করেছিলাম। তিন দিনের টানা বর্ষণে সবই এখন পানির নিচে। আমরা ক্ষুদ্র কৃষক, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে আবাদ করেছি। এখন আমাদের কী হবে?
রফিকুল ইসলাম নামে আরও এক কৃষক বলেন, এবার শাকসবজির বাম্পার ফলনের সম্ভাবনা ছিল। কিন্তু হঠাৎ বৃষ্টিতে বুক ভরা স্বপ্ন এক নিমেষে শেষ হয়ে গেছে। এখন শুধু হতাশা করা ছাড়া আর কিছু করার নেই।
এ ব্যাপারে কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ বলেন, টানা বৃষ্টিতে চলতি মৌসুমে আবাদি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের মাঠ পর্যায়ে কৃষি উপ-সহকারী কর্মকর্তা ক্ষতির পরিমাণ কত তা নিয়ে কাজ করছেন। তবে জমিতে পানি আটকে থাকায় ক্ষতির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় তাহলে সরকার থেকে ভর্তুকির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা তিন দিনের বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে দেবিদ্বারের কৃষিজমি তলিয়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ২ হাজার ৭৯৩ হেক্টর জমির আগাম রবি শস্য ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানান দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ।
দেবিদ্বার উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে ১ হাজার ২৫ হেক্টর জমিতে আগাম আলু ও ৭৫০ হেক্টর জমিতে নানা রকমের সবজির আবাদ করা হয়েছিল। এর মধ্যে মুলা ৫৬ হেক্টর, লালশাক ৭৫ হেক্টর, ডাঁটা ৫৪ হেক্টর, লাউ ৭০ হেক্টর, ফুলকপি ৯৬ হেক্টর, বাঁধাকপি ৬০ হেক্টর, টমেটো ৮০ হেক্টর, পালং শাক ২৫ হেক্টর, শসা ২৫ হেক্টর, করলা ৩০ হেক্টর, ঢ্যাঁড়স ৩৬ হেক্টর, কাঁচা মরিচ ৬৫ হেক্টর, ধনিয়া পাতা ৮৫ হেক্টর, পেঁয়াজ ২০ হেক্টর, রসুন ১০ হেক্টর, মিষ্টি আলু ১৫ হেক্টরসহ ২ হাজার ৭৯৩ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
উপজেলার মোহনপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, টানা বৃষ্টিপাতে ভাসছে কৃষকের আমন ধান ও সবজি খেত। তলিয়ে গেছে বোরো ধানের আগাম বীজতলা, আলু ও মসুরের খেত। এ ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না বলে জানিয়েছেন উপস্থিত অনেক কৃষক।
মোহনপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবার মাঠে প্রায় দুই একর জমিতে আলু, এক একর জমিতে ফুলকপি ও দুই একর জমিতে মিষ্টি কুমড়াসহ অন্যান্য ফসল আবাদ করেছিলাম। তিন দিনের টানা বর্ষণে সবই এখন পানির নিচে। আমরা ক্ষুদ্র কৃষক, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে আবাদ করেছি। এখন আমাদের কী হবে?
রফিকুল ইসলাম নামে আরও এক কৃষক বলেন, এবার শাকসবজির বাম্পার ফলনের সম্ভাবনা ছিল। কিন্তু হঠাৎ বৃষ্টিতে বুক ভরা স্বপ্ন এক নিমেষে শেষ হয়ে গেছে। এখন শুধু হতাশা করা ছাড়া আর কিছু করার নেই।
এ ব্যাপারে কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ বলেন, টানা বৃষ্টিতে চলতি মৌসুমে আবাদি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের মাঠ পর্যায়ে কৃষি উপ-সহকারী কর্মকর্তা ক্ষতির পরিমাণ কত তা নিয়ে কাজ করছেন। তবে জমিতে পানি আটকে থাকায় ক্ষতির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় তাহলে সরকার থেকে ভর্তুকির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
২ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৫ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে