Ajker Patrika

নাসিরনগরে ঢিল ছুড়ে বৃদ্ধাকে হত্যার অভিযোগ

সরাইল ও নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২২, ১৭: ৫২
নাসিরনগরে ঢিল ছুড়ে বৃদ্ধাকে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় উঠান ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে আবুনি বেগম (৯৫) নামের এক বৃদ্ধকে ঢিল ছুড়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল রোববার রাত ৯টায় তিনি মারা যান। 

আবুনি বেগম নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের উত্তর ধানতুলিয়া গ্রামের মৃত হাসান আলীর স্ত্রী। 

নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে আবুনি বেগমের নাতনি সায়মা বেগম (১৪) বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিল। ঝাড়ু দেওয়ার সময় ধুলা ওড়ার কারণে প্রতিবেশী মমতা বেগম গালিগালাজ করতে থাকেন। পরে দুপক্ষের নারী-পুরুষ মিলে ঢিল ছোড়াছুড়ি শুরু করে দেয়। এ সময় আবুনি বেগমের ওপর প্রতিপক্ষের ৩-৪টি ঢিল এসে পড়লে তিনি অসুস্থ হয়ে যান। পরে গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। গতকাল রাত ৯টায় আবুনি বেগম আবার অসুস্থ হয়ে পড়েন। পল্লি চিকিৎসক এসে তাঁকে মৃত ঘোষণা করেন। 

আবুনি বেগমের ছেলে মঞ্জু মিয়া (৪৫) বলেন, ‘উঠান ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে আমার মাকে আমীর হোসেন (৪৮), মিন্টু (৫৬), জসিম (৩৫) ও মমতা বেগম (৪০) ইটের টুকরা দিয়ে উপর্যুপরি ঢিল ছুড়ে আহত করেছে। গত রাতে মা মারা গেছেন। আমি আমার মায়ের হত্যার বিচার চাই।’ এ ঘটনায় ওই চারজনের বিরুদ্ধে রাতে থানায় মামলা করবেন বলে জানান তিনি। 

স্থানীয় ইউপি সদস্য মুছাব্বির খান বলেন, ‘শুনেছি উঠান ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে আবুনি বেগম ও মমতা বেগমের মধ্যে ঝগড়া হয়। পরে দুপক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি হলে আবুনি বেগম আহত হন। গত রাতে তিনি বাড়িতে মারা গেছেন।’ 

চাতলপাড় তদন্তকেন্দ্রের ইনচার্জ কাঞ্চন সিনহা ও তদন্ত কর্মকর্তা এসআই আবদুর রহিম বলেন, ‘আবুনি বেগমের বয়স ৯৫ বছর। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে। দুপক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি হয়েছে। তাঁর ডান হাতে কনুইয়ের নিচে একটা আঘাতের চিহ্ন আছে। তাই মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত