Ajker Patrika

রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞান করে মা-মেয়েকে ধর্ষণ, আটক ২

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
আপডেট : ২২ জুলাই ২০২৫, ২৩: ৪৮
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে’ অজ্ঞান করে মা ও তাঁর কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত অভিযোগে দুই রোহিঙ্গাকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৪ এপিবিএন) সদস্যরা। আটক ব্যক্তিরা হলেন উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের হাবিব উল্লাহ (৫০) ও একই ক্যাম্পের হাবিব উল্লাহ (১৯)।

এপিবিএন ও স্থানীয় বাসিন্দাদের বরাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, অভিযুক্ত ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে জুসের মধ্যে চেতনানাশক মিশিয়ে মা ও মেয়েকে পান করায়। একপর্যায়ে তাঁরা অবচেতন হয়ে পড়েন। পরে দুজনকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় তারা। ভুক্তভোগী মা-মেয়ের জ্ঞান ফিরলে বিষয়টি পরিবার ও সংশ্লিষ্ট প্রশাসনকে জানায়। পরে রাতেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।

ভুক্তভোগী মা-মেয়েকে শারীরিক পরীক্ষার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি। তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত