Ajker Patrika

ফরাজীকান্দিতে কুকুরের কামড়ে চার গ্রামের ১২ জন আহত

প্রতিনিধি, মতলব উত্তর (চাঁদপুর)
আপডেট : ২২ জুলাই ২০২১, ১০: ৩৭
ফরাজীকান্দিতে কুকুরের কামড়ে চার গ্রামের ১২ জন আহত

মতলব উত্তরে ফরাজীকান্দিতে একটি কুকুরের কামড়ে ৪টি গ্রামে শিশুসহ ১২ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-উত্তর রামপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম (৩৫), মাইজকান্দি গ্রামের মো. গাফফারের ছেলে শিশু আরাফাত (১), মৃত মো. হজরত আলীর ছেলে আ. কাদের মির্জা (৫৬), মো. শাহজালালের স্ত্রী ভুলু বেগম (৬১), ওমর আলীর ছেলে মুনছর আলী (৫৫), দক্ষিণ সরর্দারকান্দি গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে রহিম (১০), উত্তর সরর্দারকান্দি গ্রামের আমির হোসেনের স্ত্রী নার্গিস বেগম (৩৫), মৃত আলী মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৫৫), আবু সাইদ ব্যাপারীর স্ত্রী বিলকিছ (৫০), মোহাম্মদ পাটোয়ারির ছেলে জিহাদুল (১২), হাবিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (৮) ও ছোট হলদিয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে তানহা (৬)।

ভুক্তভোগীরা জানান, কুকুরটি কারও পায়ে, কারও হাতে, কারও পেটে আবার কারও পিঠে কামড়িয়েছে। কারও কারও কামড়ানোর স্থানে মাংসও উঠে গেছে। কুকুরটিকে ধরতে স্থানীয়রা চেষ্টা চালাচ্ছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত