কুবি প্রতিনিধি
ক্যাম্প ত্যাগ করে ঢাকায় ‘বেআইনি সমাবেশ’ ও সচিবালয় ঘেরাও করার অভিযোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২২ আনসারসহ কুমিল্লা রেঞ্জের ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। আজ মঙ্গলবার কুমিল্লা রেঞ্জের কমান্ড্যান্ট রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশেদুজ্জামান বলেন, ‘আন্দোলনকারী আনসাররা তাদের দাবি জানিয়েছিল আমাদের কাছে। তাদের দাবি কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তার পরও অনেকে অতি উৎসাহী হয়ে ঢাকায় সচিবালয় ঘেরাও করেছে। তাদের আমরা বিদ্রোহী হিসেবে দেখছি। এদের বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। এ ছাড়া এদের ব্যাপারে আইনি পদক্ষেপও নেওয়া হবে। কুমিল্লা রেঞ্জ থেকে এখন পর্যন্ত মোট ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত ২২ জন আনসারও রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আনসার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার কাজ করে। সে কাজ না করে রাস্তায় আনসারদের স্লোগান মানায় না। যারা সচিবালয় ঘেরাও করতে গিয়েছে, তারা চুক্তিভিত্তিক নিয়োগ। মূল আনসার নয়। আমাদের তদন্ত চলমান রয়েছে। ৯৬ জন থেকে সংখ্যাটা আরও বাড়তে পারে। কারণ অনেকে ছুটিতে ছিলেন। ছুটিতে থাকা আনসাররাও যেতে পারে। নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই চেষ্টা করছি আমরা। আমাদের তদন্ত চলমান।’
এ ব্যাপারে কুবির এপিসি আবদুল হকের সঙ্গে কথা হলে তিনি জানান, কুবিতে কর্মরত মোট ৪৯ জন আনসার সদস্যের মধ্যে ২২ জন সদস্য কোনো কারণ ছাড়াই গত রোববার বাইরে (রাজধানী) ছিলেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
ক্যাম্প ত্যাগ করে ঢাকায় ‘বেআইনি সমাবেশ’ ও সচিবালয় ঘেরাও করার অভিযোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২২ আনসারসহ কুমিল্লা রেঞ্জের ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। আজ মঙ্গলবার কুমিল্লা রেঞ্জের কমান্ড্যান্ট রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশেদুজ্জামান বলেন, ‘আন্দোলনকারী আনসাররা তাদের দাবি জানিয়েছিল আমাদের কাছে। তাদের দাবি কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তার পরও অনেকে অতি উৎসাহী হয়ে ঢাকায় সচিবালয় ঘেরাও করেছে। তাদের আমরা বিদ্রোহী হিসেবে দেখছি। এদের বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। এ ছাড়া এদের ব্যাপারে আইনি পদক্ষেপও নেওয়া হবে। কুমিল্লা রেঞ্জ থেকে এখন পর্যন্ত মোট ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত ২২ জন আনসারও রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আনসার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার কাজ করে। সে কাজ না করে রাস্তায় আনসারদের স্লোগান মানায় না। যারা সচিবালয় ঘেরাও করতে গিয়েছে, তারা চুক্তিভিত্তিক নিয়োগ। মূল আনসার নয়। আমাদের তদন্ত চলমান রয়েছে। ৯৬ জন থেকে সংখ্যাটা আরও বাড়তে পারে। কারণ অনেকে ছুটিতে ছিলেন। ছুটিতে থাকা আনসাররাও যেতে পারে। নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই চেষ্টা করছি আমরা। আমাদের তদন্ত চলমান।’
এ ব্যাপারে কুবির এপিসি আবদুল হকের সঙ্গে কথা হলে তিনি জানান, কুবিতে কর্মরত মোট ৪৯ জন আনসার সদস্যের মধ্যে ২২ জন সদস্য কোনো কারণ ছাড়াই গত রোববার বাইরে (রাজধানী) ছিলেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে