Ajker Patrika

ভাসানচর থেকে পালানোর সময় ৬ রোহিঙ্গা আটক 

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
ভাসানচর থেকে পালানোর সময় ৬ রোহিঙ্গা আটক 

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে কক্সবাজার যাওয়ার পথে ৬ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাঁদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন-হাসিনা বেগম (৩৭), সাইফুল ইসলাম (১১), আলমার জাহান (৩৩), মো. ইয়াছিন (৩), রোজিনা আক্তার (১৯) ও মো. আজিজ (১)। তাঁরা সবাই একই পরিবারের সদস্য এবং ভাসানচরের ৭৬ নম্বর ক্লাস্টারের বাসিন্দা। 

জানা যায়, ভাসানচরে আসার আগে আটককৃতরা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় চাকরি করে জীবিকা নির্বাহ করতেন। জীবিকা নির্বাহ ও স্বাধীনভাবে জীবনযাপন করতে ভাসানচর থেকে পালিয়ে কক্সবাজার যাওয়ার চেষ্টা করেন তাঁরা। 

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক বলেন, আজ বুধবার রোহিঙ্গা ক্যাম্পের দালালের সহযোগিতায় তাঁরা পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। এ সময় সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় পৌঁছালে দালাল ও নৌকার মাঝিরা কৌশলে তাঁদের নামিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে দুপুরের দিকে স্থানীয়রা রোহিঙ্গাদের দেখতে পেয়ে স্থানীয় চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীকে জানালে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে চরজব্বর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোহিঙ্গাদের নিয়ে আসেন। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, আটককৃতদের মধ্যে ৩ শিশু ও ৩ নারী রয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে কোস্টগার্ডের মাধ্যমে তাঁদের ভাসানচরের ক্যাম্পের উদ্দেশে পাঠানো হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত