Ajker Patrika

কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা: চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সামিউল ইসলাম। ছবি: সংগৃহীত
সামিউল ইসলাম। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্ত্রী ও শ্যালিকাকে হত্যার ঘটনায় স্বামী সামিউল ইসলামকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার নগরীর বাকুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সামিউল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার জামতলী এলাকার ফারুক হোসেনের ছেলে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঘাতক সামিউলকে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হচ্ছে।

এর আগে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ধজনগর গ্রামে থেকে স্মৃতি আক্তার ও তিথি আক্তার নামে দুই বোনের লাশ উদ্ধার করে পুলিশ। দুজনের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকায় তাঁদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে ঘটনার পর থেকে স্মৃতি আক্তারের স্বামী সামিউল ইসলাম পলাতক ছিলেন। এ ঘটনায় রাতেই নিহতদের ভাই মোবারক হোসেন কসবা থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত