ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে যুবলীগ নেতা মো. মহসিন আলম মোহনকে ত্যাজ্য করেছেন তাঁর বাবা ছিদ্দিকুর রহমান। গত রোববার নোটারি পাবলিকের মাধ্যমে ছেলেকে ত্যাজ্য করেন তিনি। মহসিন আলম মোহন উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
মহসিন আলম মোহনের বাবা ছিদ্দিকুর রহমান গতকাল মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নোটারি পাবলিকের হলফনামায় সাক্ষী হিসেবে ছিলেন মহসিন আলম মোহনের মা ফাতেমা বেগম, বোন সাহানা আক্তার ও আত্মীয় খলিলুর রহমান। ছিদ্দিকুর রহমানের জ্যেষ্ঠ ছেলে মহসিন আলম মোহন। নোটারি পাবলিক কার্যালয় চাঁদপুরের আইনজীবী এ কে এম লোকমান হোসাইনের মাধ্যমে ছেলেকে ত্যাজ্য করেন তিনি।
ছিদ্দিকুর রহমান বলেন, ‘আমার ছেলে গুপ্টি পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। ২০১৪ সালের পর থেকে তার সঙ্গে আমার সম্পর্ক নেই। কারণ আমি অসুস্থ হওয়ায় তাকে স্থানীয় খাজুরিয়া বাজারে ব্যবসা (হার্ডওয়্যার) দেখাশোনা করতে দিয়েছিলাম। সেই প্রতিষ্ঠান থেকে প্রায় ১০ বছরে সে ৪০ লাখ টাকা আত্মসাৎ করেছে। নিজের পছন্দে বিয়ে করেছে। লোকজনকে ডিপ টিউবওয়েল, রাস্তাঘাটসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার নামে বহু টাকা আত্মসাৎ করেছে। মানুষ এখন সেই টাকার জন্য আমাকে বিভিন্ন স্থানে অপমান-অপদস্থ করছে। তাই আমি জীবনের নিরাপত্তা ও আত্মসম্মান রক্ষার জন্য তাকে ত্যাজ্য করতে বাধ্য হয়েছি।’
ছিদ্দিকুর রহমান আরও বলেন, ‘গত ৫ আগস্টের পর পাওনাদারসহ অন্যান্য লোক আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। আরও যারা টাকা পাবে, তারা আমাকে হুমকি-ধমকি দিচ্ছে। যে কারণে আমি এখন বাড়ি থেকে বের হতে পারি না। আর আমার ছেলে বিগত দিনে লোকজনের টাকা ফেরতসহ ব্যবসাপ্রতিষ্ঠানের টাকার হিসাব চাইলে আমাকে এবং পরিবারের সদস্যদের বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি দেয়।’
হলফনামায় উল্লেখ করা হয়, ‘নিজের জীবনে নিরাপত্তা এবং আত্মসম্মান রক্ষায় বাধ্য হয়ে সবার সামনে আমার ছেলে মহসিনকে ত্যাজ্যপুত্র ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করি। আমার সমুদয় স্থাবর-অস্থাবর সম্পত্তির আইনগত ও ওয়ারিশগত অধিকার এবং পিতা-পুত্রের সম্পর্ক থেকে তাকে ত্যাজ্য ঘোষণা করলাম। এখন থেকে মহসিন আলমের কোনো অপকর্ম কিংবা দেনা পাওনার কোনো দায়িত্বভার আমি বা আমার পরিবারের কোনো সদস্য গ্রহণ করবে না।’
গত চার বছর ধরে মো. মহসিন আলম মোহন স্ত্রীসহ পলাতক। তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বর বন্ধ। যে কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁর বাবা ছিদ্দিকুর রহমান বলেন, মোহন কোথায় আছে আত্মীয়স্বজন কেউ বলতে পারে না।
ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল পাটওয়ারী বলেন, ‘মো. মহসিন আলম মোহন মানুষকে ডিপ টিওবঅয়েল প্রদান, রাস্তাঘাট পাকাকরণসহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে টাকা নিয়ে আত্মসাৎ করেছে। চার বছর ধরে সে পলাতক। জেলা যুবলীগের নির্দেশনা মোতাবেক ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদককে দিয়ে আমরা সাংগঠনিক কার্যক্রম চালিয়েছি।’
চাঁদপুরের ফরিদগঞ্জে যুবলীগ নেতা মো. মহসিন আলম মোহনকে ত্যাজ্য করেছেন তাঁর বাবা ছিদ্দিকুর রহমান। গত রোববার নোটারি পাবলিকের মাধ্যমে ছেলেকে ত্যাজ্য করেন তিনি। মহসিন আলম মোহন উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
মহসিন আলম মোহনের বাবা ছিদ্দিকুর রহমান গতকাল মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নোটারি পাবলিকের হলফনামায় সাক্ষী হিসেবে ছিলেন মহসিন আলম মোহনের মা ফাতেমা বেগম, বোন সাহানা আক্তার ও আত্মীয় খলিলুর রহমান। ছিদ্দিকুর রহমানের জ্যেষ্ঠ ছেলে মহসিন আলম মোহন। নোটারি পাবলিক কার্যালয় চাঁদপুরের আইনজীবী এ কে এম লোকমান হোসাইনের মাধ্যমে ছেলেকে ত্যাজ্য করেন তিনি।
ছিদ্দিকুর রহমান বলেন, ‘আমার ছেলে গুপ্টি পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। ২০১৪ সালের পর থেকে তার সঙ্গে আমার সম্পর্ক নেই। কারণ আমি অসুস্থ হওয়ায় তাকে স্থানীয় খাজুরিয়া বাজারে ব্যবসা (হার্ডওয়্যার) দেখাশোনা করতে দিয়েছিলাম। সেই প্রতিষ্ঠান থেকে প্রায় ১০ বছরে সে ৪০ লাখ টাকা আত্মসাৎ করেছে। নিজের পছন্দে বিয়ে করেছে। লোকজনকে ডিপ টিউবওয়েল, রাস্তাঘাটসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার নামে বহু টাকা আত্মসাৎ করেছে। মানুষ এখন সেই টাকার জন্য আমাকে বিভিন্ন স্থানে অপমান-অপদস্থ করছে। তাই আমি জীবনের নিরাপত্তা ও আত্মসম্মান রক্ষার জন্য তাকে ত্যাজ্য করতে বাধ্য হয়েছি।’
ছিদ্দিকুর রহমান আরও বলেন, ‘গত ৫ আগস্টের পর পাওনাদারসহ অন্যান্য লোক আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। আরও যারা টাকা পাবে, তারা আমাকে হুমকি-ধমকি দিচ্ছে। যে কারণে আমি এখন বাড়ি থেকে বের হতে পারি না। আর আমার ছেলে বিগত দিনে লোকজনের টাকা ফেরতসহ ব্যবসাপ্রতিষ্ঠানের টাকার হিসাব চাইলে আমাকে এবং পরিবারের সদস্যদের বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি দেয়।’
হলফনামায় উল্লেখ করা হয়, ‘নিজের জীবনে নিরাপত্তা এবং আত্মসম্মান রক্ষায় বাধ্য হয়ে সবার সামনে আমার ছেলে মহসিনকে ত্যাজ্যপুত্র ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করি। আমার সমুদয় স্থাবর-অস্থাবর সম্পত্তির আইনগত ও ওয়ারিশগত অধিকার এবং পিতা-পুত্রের সম্পর্ক থেকে তাকে ত্যাজ্য ঘোষণা করলাম। এখন থেকে মহসিন আলমের কোনো অপকর্ম কিংবা দেনা পাওনার কোনো দায়িত্বভার আমি বা আমার পরিবারের কোনো সদস্য গ্রহণ করবে না।’
গত চার বছর ধরে মো. মহসিন আলম মোহন স্ত্রীসহ পলাতক। তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বর বন্ধ। যে কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁর বাবা ছিদ্দিকুর রহমান বলেন, মোহন কোথায় আছে আত্মীয়স্বজন কেউ বলতে পারে না।
ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল পাটওয়ারী বলেন, ‘মো. মহসিন আলম মোহন মানুষকে ডিপ টিওবঅয়েল প্রদান, রাস্তাঘাট পাকাকরণসহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে টাকা নিয়ে আত্মসাৎ করেছে। চার বছর ধরে সে পলাতক। জেলা যুবলীগের নির্দেশনা মোতাবেক ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদককে দিয়ে আমরা সাংগঠনিক কার্যক্রম চালিয়েছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৫ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৭ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে