লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে কিশোর গ্যাং সদস্যদের হামলায় রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের হিসাবরক্ষক আবুল হাসান সোহেল আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জিহাদ হোসেন ও কামাল হোসেন নামে দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে সদর উপজেলার মাগুড়ীতে নিজ কর্মস্থল রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন আবুল হাসান সোহেল। এ সময় জকসিন বাজারে সিএনজিচালিত অটোরিকশার যানজট লাগে। তাই আবুল হাসান নেমে ফাঁকা অন্য অটোরিকশাগুলোকে সাইট করতে বলেন। এরই জেরে বখাটে কিশোর গ্যাং সদস্য জিহাদ হোসেনের নেতৃত্বে কয়েকজন আবুল হাসানের ওপর হামলা চালিয়ে আহত করেন। পরে তাঁর ব্যবহৃত মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান হামলাকারীরা। আহত সোহেলকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ঘটনার পর বাজারের ব্যবসায়ীরা জিহাদ হোসেন ও কামাল হোসেন নামে দুজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। পরে দুপুরে আহত আবুল হাসানের বড় ভাই সাংবাদিক আব্বাছ হোসেন বাদী হয়ে সদর থানায় হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় আটককৃত জিহাদ হোসেন ও কামাল হোসেন ছাড়াও আরও পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, কিশোর গ্যাং সদস্য জিহাদ হোসেন এলাকায় প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। কথায় কথায় মানুষজনকে মারধর করেন। তাঁরা এলাকায় মাদকাসক্ত ও নেশাখোর হিসেবে চিহ্নিত।
আহত আবুল হাসান বলেন, ‘কিছু বুজে ওঠার আগে কিশোর গ্যাং সদস্য জিহাদ হোসেনের নেতৃত্বে এক দল বখাটে আমার ওপর হামলা চালায়। এ সময় আমার মোবাইল ও নগদ টাকা লুট করে নিয়ে যান তাঁরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, হামলার ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়। ঘটনার পরপরই জিহাদ হোসেন ও কামাল হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে কিশোর গ্যাং সদস্যদের হামলায় রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের হিসাবরক্ষক আবুল হাসান সোহেল আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জিহাদ হোসেন ও কামাল হোসেন নামে দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে সদর উপজেলার মাগুড়ীতে নিজ কর্মস্থল রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন আবুল হাসান সোহেল। এ সময় জকসিন বাজারে সিএনজিচালিত অটোরিকশার যানজট লাগে। তাই আবুল হাসান নেমে ফাঁকা অন্য অটোরিকশাগুলোকে সাইট করতে বলেন। এরই জেরে বখাটে কিশোর গ্যাং সদস্য জিহাদ হোসেনের নেতৃত্বে কয়েকজন আবুল হাসানের ওপর হামলা চালিয়ে আহত করেন। পরে তাঁর ব্যবহৃত মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান হামলাকারীরা। আহত সোহেলকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ঘটনার পর বাজারের ব্যবসায়ীরা জিহাদ হোসেন ও কামাল হোসেন নামে দুজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। পরে দুপুরে আহত আবুল হাসানের বড় ভাই সাংবাদিক আব্বাছ হোসেন বাদী হয়ে সদর থানায় হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় আটককৃত জিহাদ হোসেন ও কামাল হোসেন ছাড়াও আরও পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, কিশোর গ্যাং সদস্য জিহাদ হোসেন এলাকায় প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। কথায় কথায় মানুষজনকে মারধর করেন। তাঁরা এলাকায় মাদকাসক্ত ও নেশাখোর হিসেবে চিহ্নিত।
আহত আবুল হাসান বলেন, ‘কিছু বুজে ওঠার আগে কিশোর গ্যাং সদস্য জিহাদ হোসেনের নেতৃত্বে এক দল বখাটে আমার ওপর হামলা চালায়। এ সময় আমার মোবাইল ও নগদ টাকা লুট করে নিয়ে যান তাঁরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, হামলার ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়। ঘটনার পরপরই জিহাদ হোসেন ও কামাল হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সোমবার সিলেট বিমানবন্দর হয়ে ঢাকায় পৌঁছাবেন। এদিন সকালে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর এক ঘণ্টা যাত্রাবিরতির কথা রয়েছে। একই বিমানে তাঁর সঙ্গে পুত্রবধূ সিলেটের বনেদি পরিবারের সন্তান জোবাইদা রহমানও দেশে ফিরছেন।
৩ মিনিট আগেচট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যায় প্রথম হজ ফ্লাইটি। বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ যোগে বিজি ১৩৮ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব যাবেন। সেখানকার সময় রাত পৌনে ১০টায় বিমানটি পৌঁছানোর কথা রয়ে
৩১ মিনিট আগেবগুড়ায় বোরো ধান ঘরে তোলা শুরু হয়েছে। কিন্তু একদিকে শ্রমিক–সংকট, অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ফলে ভালো ফলন হওয়ার পরেও কৃষকের কপালে ঘাম ঝড়ছে। এদিকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় কৃষি বিভাগ থেকে কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছে। তাই ধান কাটা ও মাড়াই কাজে বেশি দামেই শ্রমিক নিতে বাধ্য হচ্ছেন কৃষকের
৩২ মিনিট আগেরাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে এক কিশোর (১৪)। আজ শনিবার (৩ মে) বেলা পৌনে ৩টার দিকে খিলক্ষেত হোটেল লা মেরিডিয়ানসংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে