Ajker Patrika

চবির ২ কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা, পাল্টা আলটিমেটাম ছাত্রলীগের

চবি প্রতিনিধি
আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ২২: ৪৮
চবির ২ কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা, পাল্টা আলটিমেটাম ছাত্রলীগের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই কর্মকর্তাকে মারধর করা নিয়ে ক্যাম্পাসে পানি, বিদ্যুৎ ও গ্যাস বন্ধের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে শাখা ছাত্রলীগের (সিক্সটি নাইন গ্রুপ) নেতা কর্মীরা। এ ঘটনায় আজ মঙ্গলবার প্রক্টরকে চার ঘণ্টার আলটিমেটাম দিয়ে চিঠি দিয়েছেন সংগঠনের তিনজন নেতা। 

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুকে উপস্থিত থাকতে দেখা গেছে। মারধরের ঘটনায় অভিযুক্ত রাজু মুন্সি ও অভিযোগ দাতারা ক্যাম্পাসে তার অনুসারী হিসেবে পরিচিত। 

চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাজিব হাসান রিসাদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সোমবার বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গ্যাস, বিদ্যুৎ ও পানি বন্ধ ছিল। এতে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। তাই আমরা দোষীদের বিচার চেয়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রক্টরের কাছে চিঠি দিয়েছি। প্রক্টর বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।’ 

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদারকে মোবাইলে কল দিলে সহকারী প্রক্টর আহসানুল কবির পলাশ রিসিভ করে প্রক্টর অসুস্থ বলে জানান। চিঠির বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে তিনি অবগত নন বলে জানান। পরে রাত সাড়ে ১০ টার দিকে আবার কল করলে তিনি সকালে (আগামীকাল) অফিসে দেখা করতে বলে কল কেটে দেন।

এর আগে গতকাল (সোমবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান প্রকৌশলী ও প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে দফায় দফায় মারধরের অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মুন্সির বিরুদ্ধে। তিনি শাখা ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের নেতা, তাঁর বিরুদ্ধে আগেও এক শিক্ষককে মারধর করার অভিযোগ ছিল। 

রাতে মারধরের ঘটনায় রাজু মুন্সিকে আসামি করে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ আব্দুর রাজ্জাক। 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে মারধরের ঘটনায় রাজু মুন্সি নামে এক ব্যক্তিকে আসামি ও দুই/তিনজনকে অজ্ঞাতনামা উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা তদন্ত করছি, তদন্তে দোষী প্রমাণিত হলে আমরা তাকে আটক করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত