বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল এলাকা থেকে হত্যা, ধর্ষণ, অপহরণ এবং নারী ও শিশু নির্যাতনসহ ১০ মামলার আসামি নূর মোহাম্মদ প্রকাশ নুমাইদ্যাকে (৩৮) দুটি এসবিবিএল, দুটি ওয়ান শ্যুটারগান ও একটি কাটারাইফেলসহ আটক করেছে র্যাব-৭।
গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের দক্ষিণ সরল হাজিরখিল এলাকার মৃত শামসুল আলমের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বুধবার দুপুর ২টার দিকে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের হাজিরখিল এলাকা থেকে তাঁকে আটক করে। আটকের পর তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
র্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়, অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ নানান অপকর্মের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
উল্লেখ্য, আসামি নূর মোহাম্মদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাঁশখালী ও নড়াইলের লোহাগড়া থানায় চুরি, হত্যা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন এবং প্রতারণাসহ ১০টি মামলা রয়েছে।
র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নুরুল আবচার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে বাঁশখালী উপজেলার সরল এলাকা থেকে অস্ত্রসহ নূর মোহাম্মদ প্রকাশ নুমাইদ্যা নামের এক ব্যক্তিকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে বাঁশখালী থানায় তাঁকে সোপর্দ করা হয়েছে।
বাঁশখালী থানার (ওসি) শফিউল কবীর বলেন, বৃহস্পতিবার সকালে নূর মোহাম্মদ নামে একজনকে অস্ত্রসহ বাঁশখালী থানায় সোপর্দ করেছে র্যাব-৭। তাঁর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল এলাকা থেকে হত্যা, ধর্ষণ, অপহরণ এবং নারী ও শিশু নির্যাতনসহ ১০ মামলার আসামি নূর মোহাম্মদ প্রকাশ নুমাইদ্যাকে (৩৮) দুটি এসবিবিএল, দুটি ওয়ান শ্যুটারগান ও একটি কাটারাইফেলসহ আটক করেছে র্যাব-৭।
গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের দক্ষিণ সরল হাজিরখিল এলাকার মৃত শামসুল আলমের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বুধবার দুপুর ২টার দিকে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের হাজিরখিল এলাকা থেকে তাঁকে আটক করে। আটকের পর তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
র্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়, অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ নানান অপকর্মের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
উল্লেখ্য, আসামি নূর মোহাম্মদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাঁশখালী ও নড়াইলের লোহাগড়া থানায় চুরি, হত্যা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন এবং প্রতারণাসহ ১০টি মামলা রয়েছে।
র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নুরুল আবচার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে বাঁশখালী উপজেলার সরল এলাকা থেকে অস্ত্রসহ নূর মোহাম্মদ প্রকাশ নুমাইদ্যা নামের এক ব্যক্তিকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে বাঁশখালী থানায় তাঁকে সোপর্দ করা হয়েছে।
বাঁশখালী থানার (ওসি) শফিউল কবীর বলেন, বৃহস্পতিবার সকালে নূর মোহাম্মদ নামে একজনকে অস্ত্রসহ বাঁশখালী থানায় সোপর্দ করেছে র্যাব-৭। তাঁর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে