সম্প্রতি মেঘনা নদীতে হয়ে গেল ‘লং সিং মেঘনা ৫ কিলোমিটার সাঁতার-২০২৪’ নামে একটি সাঁতার প্রতিযোগিতা। ট্রায়াথলন ড্রিমার্স আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত থেকে আসা ১২৮ জন সাঁতারু অংশ নিয়েছিলেন। এ প্রতিযোগিতার স্লোগান ছিল ‘সুইম টু স্টপ রিভার পলুশন’। আর এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল শিশুদের সাঁতার শেখায় আগ্রহী করে তোলা।
সাঁতার শুরু হয় সকাল ৮টা ২ মিনিটে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আনন্দবাজার ঘাট থেকে। আর ফিনিশিং পয়ন্টে ছিল ৫ কিলোমিটার দূরের কুমিল্লা জেলার মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রাম। এই দীর্ঘ পথ সফলভাবে অতিক্রম করেন ৫৪ জন সাঁতারু। ১৫ থেকে ২৫ বছর, ২৬ থেকে ৩৫, ৩৬ বছরের বেশি বয়স এবং নারী—এই চার ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
সাঁতার শেষে বিজয়ীদের হাতে মেডেল এবং পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন স্থানীয় জনপ্রতিনিধি ও আয়োজন কমিউনিটির সদস্যরা।
আয়োজক প্রতিষ্ঠান ট্রায়াথলন ড্রিমার্স জানিয়েছে, বাংলাদেশে গড়ে প্রতি ৪০ থেকে ৪৫ মিনিটে একজন করে মানুষ মারা যায় পানিতে ডুবে। এর সিংহ ভাগ শিশু। এই সাঁতার প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে সচেতন করা।
সাঁতারুদের নিরাপত্তার জন্য প্রতি ৫০০ মিটার পরপর একটি করে সেফটি নৌকা, রেসকিউ টিম, নৌ পুলিশ, ডুবুরি ও মেঘান থানা পুলিশ। সাঁতারুদের জন্য ছিল হাইড্রেশন পয়েন্ট ও মেডিকেল টিম। এ আয়োজনে সহযোগিতা করেছেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস।
লং সিং মেঘনা ৫ কিলোমিটার সাঁতার-২০২৪–এর টাইটেল স্পন্সর ছিল লং সিং এবং কো-স্পন্সর হিসেবে ছিল নির্মাণ। হাইড্রেশন পার্টনার হিসেবে ছিল ভোল্টেজ ইলেকট্রোলাইট ড্রিংকস, প্রোডাকশন পার্টনার আফসেন্ট বাংলাদেশ, আইটি সলিউশন পার্টনার এক্সপ্রেস সলিউশন লিমিটেড, নিউট্রেশন পার্টনার শক্তি+, গুড ফুড পার্টনার নিউট্রি+, ভলান্টিয়ার সাপোর্ট দুই চাকায় বাংলাদেশ, লোকাল সাপোর্ট চালি ভাঙ্গা ছাত্রকল্যাণ পরিষদ, কমিউনিকেশন পার্টনার লিবাঞ্জা এবং মিডিয়া পার্টনার ছিল আজকের পত্রিকা।
সম্প্রতি মেঘনা নদীতে হয়ে গেল ‘লং সিং মেঘনা ৫ কিলোমিটার সাঁতার-২০২৪’ নামে একটি সাঁতার প্রতিযোগিতা। ট্রায়াথলন ড্রিমার্স আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত থেকে আসা ১২৮ জন সাঁতারু অংশ নিয়েছিলেন। এ প্রতিযোগিতার স্লোগান ছিল ‘সুইম টু স্টপ রিভার পলুশন’। আর এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল শিশুদের সাঁতার শেখায় আগ্রহী করে তোলা।
সাঁতার শুরু হয় সকাল ৮টা ২ মিনিটে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আনন্দবাজার ঘাট থেকে। আর ফিনিশিং পয়ন্টে ছিল ৫ কিলোমিটার দূরের কুমিল্লা জেলার মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রাম। এই দীর্ঘ পথ সফলভাবে অতিক্রম করেন ৫৪ জন সাঁতারু। ১৫ থেকে ২৫ বছর, ২৬ থেকে ৩৫, ৩৬ বছরের বেশি বয়স এবং নারী—এই চার ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
সাঁতার শেষে বিজয়ীদের হাতে মেডেল এবং পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন স্থানীয় জনপ্রতিনিধি ও আয়োজন কমিউনিটির সদস্যরা।
আয়োজক প্রতিষ্ঠান ট্রায়াথলন ড্রিমার্স জানিয়েছে, বাংলাদেশে গড়ে প্রতি ৪০ থেকে ৪৫ মিনিটে একজন করে মানুষ মারা যায় পানিতে ডুবে। এর সিংহ ভাগ শিশু। এই সাঁতার প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে সচেতন করা।
সাঁতারুদের নিরাপত্তার জন্য প্রতি ৫০০ মিটার পরপর একটি করে সেফটি নৌকা, রেসকিউ টিম, নৌ পুলিশ, ডুবুরি ও মেঘান থানা পুলিশ। সাঁতারুদের জন্য ছিল হাইড্রেশন পয়েন্ট ও মেডিকেল টিম। এ আয়োজনে সহযোগিতা করেছেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস।
লং সিং মেঘনা ৫ কিলোমিটার সাঁতার-২০২৪–এর টাইটেল স্পন্সর ছিল লং সিং এবং কো-স্পন্সর হিসেবে ছিল নির্মাণ। হাইড্রেশন পার্টনার হিসেবে ছিল ভোল্টেজ ইলেকট্রোলাইট ড্রিংকস, প্রোডাকশন পার্টনার আফসেন্ট বাংলাদেশ, আইটি সলিউশন পার্টনার এক্সপ্রেস সলিউশন লিমিটেড, নিউট্রেশন পার্টনার শক্তি+, গুড ফুড পার্টনার নিউট্রি+, ভলান্টিয়ার সাপোর্ট দুই চাকায় বাংলাদেশ, লোকাল সাপোর্ট চালি ভাঙ্গা ছাত্রকল্যাণ পরিষদ, কমিউনিকেশন পার্টনার লিবাঞ্জা এবং মিডিয়া পার্টনার ছিল আজকের পত্রিকা।
রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
২ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১১ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২১ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২৪ মিনিট আগে