ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মো. শাহীন মিয়া (৩৫) নামের এক মাদকাসক্ত যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী আশাবাড়ি গ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়ে তাঁকে আটকের পর এ সাজা দেওয়া হয়।
এর আগে ওই দিন দুপুরে মো. শাহীন মিয়ার বাবা আব্দুর রাজ্জাক মাদকাসক্ত ছেলের নির্যাতন সইতে না পেরে প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেন।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। এ সময় ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।
ওই যুবকের পরিবার জানায়, শাহীন মিয়া প্রতিনিয়ত মাদক সেবন করেন। মাদকের টাকার জন্য তিনি স্ত্রী, সন্তান, মা, বাবাসহ পরিবারের অন্য সদস্যদের মারধর ও মানসিক নির্যাতন করেন। তা ছাড়া তিনি মাদক সেবন করে রাস্তাঘাটে মাতলামি ও গালমন্দ করে মানুষের শান্তি বিনষ্ট করে আসছেন। এসবের প্রতিকার চেয়ে গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের কাছে তাঁর বাবা অভিযোগ করেন। পরে সন্ধ্যায় উপজেলা প্রশাসন আশাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। আটক শাহীন মিয়া দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দণ্ডপ্রাপ্ত ওই যুবক নিয়মিত মাদক সেবন করেন। তা ছাড়া মাদক সেবনের টাকার জন্য পরিবারের লোকজনকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ জনসাধারণের শান্তি বিনষ্ট করেন। বিষয়টি তিনি ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করলে তাঁকে এই সাজা দেওয়া হয়।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মো. শাহীন মিয়া (৩৫) নামের এক মাদকাসক্ত যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী আশাবাড়ি গ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়ে তাঁকে আটকের পর এ সাজা দেওয়া হয়।
এর আগে ওই দিন দুপুরে মো. শাহীন মিয়ার বাবা আব্দুর রাজ্জাক মাদকাসক্ত ছেলের নির্যাতন সইতে না পেরে প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেন।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। এ সময় ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।
ওই যুবকের পরিবার জানায়, শাহীন মিয়া প্রতিনিয়ত মাদক সেবন করেন। মাদকের টাকার জন্য তিনি স্ত্রী, সন্তান, মা, বাবাসহ পরিবারের অন্য সদস্যদের মারধর ও মানসিক নির্যাতন করেন। তা ছাড়া তিনি মাদক সেবন করে রাস্তাঘাটে মাতলামি ও গালমন্দ করে মানুষের শান্তি বিনষ্ট করে আসছেন। এসবের প্রতিকার চেয়ে গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের কাছে তাঁর বাবা অভিযোগ করেন। পরে সন্ধ্যায় উপজেলা প্রশাসন আশাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। আটক শাহীন মিয়া দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দণ্ডপ্রাপ্ত ওই যুবক নিয়মিত মাদক সেবন করেন। তা ছাড়া মাদক সেবনের টাকার জন্য পরিবারের লোকজনকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ জনসাধারণের শান্তি বিনষ্ট করেন। বিষয়টি তিনি ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করলে তাঁকে এই সাজা দেওয়া হয়।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে