রাঙামাটি প্রতিনিধি
সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে গ্রাফিতি অঙ্কনে গ্রাফিতি মুছে দেওয়ার প্রতিবাদ, পাহাড় থেকে সামরিক শাসন প্রত্যাহার, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বহাল রাখাসহ কয়েকটি দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ শুক্রবার সকালে রাঙামাটি শহরের জিমনেসিয়াম মাঠ থেকে বিক্ষোভ বের করে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে ১ হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে বৈষম্য দূর হলেও পাহাড় থেকে বৈষম্য দূর হয় না। এখানে যুগ যুগ ধরে সামরিক শাসন রাখা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে গ্রাফিতি অঙ্কন করতে গিয়ে সেখানে সামরিক বাহিনী বাঙালি ছাত্র পরিষদের কর্মীদের বাধা দিয়েছে। বিভিন্ন এলাকায় গ্রাফিতি মুছে দিয়েছে।
তাঁরা আরও বলেন, কল্পনা চাকমার ছবি অঙ্কন করতে গেলে সামরিক বাহিনী বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিভিন্ন এলাকায় কল্পনা চাকমাসহ অধিকার সংবলিত গ্রাফিতি মুছে দেওয়া হয়েছে। পানছড়ি মহালছড়িতে গ্রাফিতি অঙ্কন করতে দিচ্ছে না সামরিক বাহিনী।
এখানে পাহাড় ও পাহাড়িদের নিয়ে নিত্য নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। পর্যটনের নামে ভূমি বেদখল, পাহাড়িদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। সমতলে গণতন্ত্র থাকলেও পাহাড়ে গণতন্ত্র নেই। জেলা পরিষদের নির্বাচন দেওয়া হচ্ছে না। অনিয়মের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার কারণে আদিবাসীদের মেধা শূন্য করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের মানুষ যুগ যুগ ধরে বাক্স্বাধীনতায় অবরুদ্ধ হয়ে আছে। মৌলিক ও রাজনৈতিক অধিকারের কথা বললে সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদীর তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে।
রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী কিকো দেওয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী উসাই মং মারমা, ক্যাচিনু মারমা, সমাজকর্মী নবশীষ চাকমা, টিকো তালুকদার।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি শহরের দেয়ালে দেয়ালে লেখন ও গ্রাফিতি আঁকার সময় গত ১২ আগস্ট সামরিক বাহিনীর সদস্যরা অঙ্কন করা শিক্ষার্থীদের ওপর হামলা ও একজন শিক্ষার্থীকে ধরে নিয়ে যায়। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে গ্রাফিতি অঙ্কনে গ্রাফিতি মুছে দেওয়ার প্রতিবাদ, পাহাড় থেকে সামরিক শাসন প্রত্যাহার, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বহাল রাখাসহ কয়েকটি দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ শুক্রবার সকালে রাঙামাটি শহরের জিমনেসিয়াম মাঠ থেকে বিক্ষোভ বের করে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে ১ হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে বৈষম্য দূর হলেও পাহাড় থেকে বৈষম্য দূর হয় না। এখানে যুগ যুগ ধরে সামরিক শাসন রাখা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে গ্রাফিতি অঙ্কন করতে গিয়ে সেখানে সামরিক বাহিনী বাঙালি ছাত্র পরিষদের কর্মীদের বাধা দিয়েছে। বিভিন্ন এলাকায় গ্রাফিতি মুছে দিয়েছে।
তাঁরা আরও বলেন, কল্পনা চাকমার ছবি অঙ্কন করতে গেলে সামরিক বাহিনী বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিভিন্ন এলাকায় কল্পনা চাকমাসহ অধিকার সংবলিত গ্রাফিতি মুছে দেওয়া হয়েছে। পানছড়ি মহালছড়িতে গ্রাফিতি অঙ্কন করতে দিচ্ছে না সামরিক বাহিনী।
এখানে পাহাড় ও পাহাড়িদের নিয়ে নিত্য নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। পর্যটনের নামে ভূমি বেদখল, পাহাড়িদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। সমতলে গণতন্ত্র থাকলেও পাহাড়ে গণতন্ত্র নেই। জেলা পরিষদের নির্বাচন দেওয়া হচ্ছে না। অনিয়মের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার কারণে আদিবাসীদের মেধা শূন্য করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের মানুষ যুগ যুগ ধরে বাক্স্বাধীনতায় অবরুদ্ধ হয়ে আছে। মৌলিক ও রাজনৈতিক অধিকারের কথা বললে সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদীর তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে।
রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী কিকো দেওয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী উসাই মং মারমা, ক্যাচিনু মারমা, সমাজকর্মী নবশীষ চাকমা, টিকো তালুকদার।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি শহরের দেয়ালে দেয়ালে লেখন ও গ্রাফিতি আঁকার সময় গত ১২ আগস্ট সামরিক বাহিনীর সদস্যরা অঙ্কন করা শিক্ষার্থীদের ওপর হামলা ও একজন শিক্ষার্থীকে ধরে নিয়ে যায়। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
রনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৪ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১৭ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
২১ মিনিট আগে