Ajker Patrika

নবীনগরে পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
নবীনগরে পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের জিনদপুর গ্রামে পুকুরে ডুবে মোহাম্মদ আদনান (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার জিনদপুর ইউনিয়নের জিনদপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

আদনান মুরাদনগর উপজেলার টনকি ইউনিয়নের থোল্লা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। আদনান জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আদনানের মা জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা হওয়ায় তাঁরা জিনদপুর গ্রামের মোহাম্মদ বাছির মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। আজ বিকেলে আদনান এবং তার ছোট ভাই বাড়ির পাশে পুকুর পাড়ে ফুটবল খেলছিলেন। খেলার একপর্যায়ে ফুটবল পুকুরের মাঝে চলে যায়। পুকুরের মাঝ থেকে ফুটবল আনতে গেলে অতিরিক্ত ঠান্ডা পানিতে সে হঠাৎ করে তলিয়ে যায়। আদনানের ছোট ভাই পুকুরের পানিতে নেমেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলে ৩ ঘণ্টা পর মাছ ধরার জাল দিয়ে তাকে উদ্ধার করেন। 

৩ ঘণ্টার চেষ্টায় মোহাম্মদ আদনানের মরদেহ উদ্ধার হয়েছেএ প্রসঙ্গে নবীনগর থানার এস আই মনির হোসেন জানান, পুকুরের পানি অতিরিক্ত ঠান্ডা হওয়ায় ছেলেটি বল নিয়ে আর পুকুর থেকে উঠে আসতে পারেনি। স্থানীয় লোকজন এবং ডুবুরি দলের সহায়তায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে; দাফনের জন্য তার গ্রামের বাড়িতে নিয়ে গেছে পরিবার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত