মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গায়ে আগুন লেগে স্বামী, স্ত্রী, সন্তানসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খড়গোপুর পশ্চিমপাড়ার সেলিম মাস্টারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন কামরুজ্জামান (৫০), তাঁর স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে ফাহিমা আক্তার (১৮) ও ফারিয়া (১৩)। উন্নত চিকিৎসার জন্য আজ বুধবার তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম মামুন বলেন, রহিমা বেগম রাতে রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালান। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ঘরে থাকা সবার শরীর ঝলসে যায়। বাড়ির লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ঢাকায় পাঠানো হয়।
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেণু দাস ঘটনাটি দুঃখজনক আখ্যা দিয়ে আজকের পত্রিকাকে বলেন, সবারই গ্যাস সিলিন্ডার ব্যবহারে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। আবদ্ধ রান্নাঘরে চুলা জ্বালানো উচিত নয়।
চাঁদপুরের মতলব দক্ষিণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গায়ে আগুন লেগে স্বামী, স্ত্রী, সন্তানসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খড়গোপুর পশ্চিমপাড়ার সেলিম মাস্টারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন কামরুজ্জামান (৫০), তাঁর স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে ফাহিমা আক্তার (১৮) ও ফারিয়া (১৩)। উন্নত চিকিৎসার জন্য আজ বুধবার তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম মামুন বলেন, রহিমা বেগম রাতে রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালান। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ঘরে থাকা সবার শরীর ঝলসে যায়। বাড়ির লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ঢাকায় পাঠানো হয়।
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেণু দাস ঘটনাটি দুঃখজনক আখ্যা দিয়ে আজকের পত্রিকাকে বলেন, সবারই গ্যাস সিলিন্ডার ব্যবহারে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। আবদ্ধ রান্নাঘরে চুলা জ্বালানো উচিত নয়।
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
২৫ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
২৭ মিনিট আগে