ফেনী প্রতিনিধি
ফেনীতে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হওয়া শিক্ষার্থীকে হামলার মামলায় গ্রেপ্তার করে র্যাব। গতকাল শনিবার আদালত থেকে জামিন পেয়েছেন তিনি। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের দাবি, ওই শিক্ষার্থীকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
জামিন পাওয়া শিক্ষার্থী হলেন বেসরকারি ফেনী ইউনিভার্সিটির বিবিএ ২৬তম ব্যাচের মোহাম্মদ সাজিদ সিয়াম (২৬)। তিনি জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের খুরশিদ মাস্টারের ছেলে। গতকাল শনিবার বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমানের আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
মোহাম্মদ সাজিদ সিয়াম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলিতে আহত হন বলে ফেনী ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষার্থী জানান।
আদালত সূত্রে জানা গেছে, কুমিল্লার নাঙ্গলকোটের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা মো. আবদুল হান্নান (৩২) ফেনী শহরে অটোরিকশা চালান। শহরে গত ১৮ সেপ্টেম্বর ছাত্র-জনতার আন্দোলনের সময় তাঁর অটোরিকশার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আবদুল হান্নান বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে শিক্ষার্থী মোহাম্মদ সাজিদ সিয়ামকে ৭৭ নম্বর আসামি করা হয়েছে।
গত শুক্রবার ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার করে ফেনী মডেল থানায় হস্তান্তর করে র্যাব-৭। পরে ওই দিন রাতভর ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ও বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধিরা তাঁকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হন। গতকাল শনিবার বিকেলের দিকে তাঁকে আদালতে নিলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে চলাচলের সড়ক বন্ধ করে দেয়। সন্ধ্যায় সিয়ামের জামিন আদেশের পরে তাঁকে নিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন সহপাঠীরা।
মামলার বাদী আবদুল হান্নান বলেন, ‘আমি সিয়াম নামের কাউকে কখনো দেখিনি। এই মামলার বিষয়ে কিছু জানি না।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর সমন্বয়ক আব্দুল কাইয়ুম সোহাগ বলেন, ‘সিয়াম আন্দোলনে অংশগ্রহণ করেও ষড়যন্ত্রমূলক এই মামলার আসামি হয়েছেন। এভাবে যেন আর কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা না হয়, সেদিকে সবার নজর রাখতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার রয়েছি।’
সিয়ামের আইনজীবী মাসুদুর রহমান বলেন, ‘সিয়াম আন্দোলনে সক্রিয় থেকে গুলিবিদ্ধ হন। কিন্তু জমিসংক্রান্ত একটি বিরোধের জেরে তাঁকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। আদালতে বিস্তারিত তুলে ধরার পর তাঁর সাত দিনের জামিন মঞ্জুর করেছেন। এ ছাড়া আগামী সাত দিনের মধ্যে সিয়ামের মেডিকেল সার্টিফিকেটের তথ্য উপস্থাপন করতে আদেশ দিয়েছেন আদালত।’
আদালত প্রাঙ্গণে ফেনী ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ মোস্তফা কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক কাজী মনিরুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আলি আকবরসহ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফেনীতে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হওয়া শিক্ষার্থীকে হামলার মামলায় গ্রেপ্তার করে র্যাব। গতকাল শনিবার আদালত থেকে জামিন পেয়েছেন তিনি। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের দাবি, ওই শিক্ষার্থীকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
জামিন পাওয়া শিক্ষার্থী হলেন বেসরকারি ফেনী ইউনিভার্সিটির বিবিএ ২৬তম ব্যাচের মোহাম্মদ সাজিদ সিয়াম (২৬)। তিনি জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের খুরশিদ মাস্টারের ছেলে। গতকাল শনিবার বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমানের আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
মোহাম্মদ সাজিদ সিয়াম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলিতে আহত হন বলে ফেনী ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষার্থী জানান।
আদালত সূত্রে জানা গেছে, কুমিল্লার নাঙ্গলকোটের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা মো. আবদুল হান্নান (৩২) ফেনী শহরে অটোরিকশা চালান। শহরে গত ১৮ সেপ্টেম্বর ছাত্র-জনতার আন্দোলনের সময় তাঁর অটোরিকশার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আবদুল হান্নান বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে শিক্ষার্থী মোহাম্মদ সাজিদ সিয়ামকে ৭৭ নম্বর আসামি করা হয়েছে।
গত শুক্রবার ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার করে ফেনী মডেল থানায় হস্তান্তর করে র্যাব-৭। পরে ওই দিন রাতভর ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ও বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধিরা তাঁকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হন। গতকাল শনিবার বিকেলের দিকে তাঁকে আদালতে নিলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে চলাচলের সড়ক বন্ধ করে দেয়। সন্ধ্যায় সিয়ামের জামিন আদেশের পরে তাঁকে নিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন সহপাঠীরা।
মামলার বাদী আবদুল হান্নান বলেন, ‘আমি সিয়াম নামের কাউকে কখনো দেখিনি। এই মামলার বিষয়ে কিছু জানি না।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর সমন্বয়ক আব্দুল কাইয়ুম সোহাগ বলেন, ‘সিয়াম আন্দোলনে অংশগ্রহণ করেও ষড়যন্ত্রমূলক এই মামলার আসামি হয়েছেন। এভাবে যেন আর কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা না হয়, সেদিকে সবার নজর রাখতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার রয়েছি।’
সিয়ামের আইনজীবী মাসুদুর রহমান বলেন, ‘সিয়াম আন্দোলনে সক্রিয় থেকে গুলিবিদ্ধ হন। কিন্তু জমিসংক্রান্ত একটি বিরোধের জেরে তাঁকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। আদালতে বিস্তারিত তুলে ধরার পর তাঁর সাত দিনের জামিন মঞ্জুর করেছেন। এ ছাড়া আগামী সাত দিনের মধ্যে সিয়ামের মেডিকেল সার্টিফিকেটের তথ্য উপস্থাপন করতে আদেশ দিয়েছেন আদালত।’
আদালত প্রাঙ্গণে ফেনী ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ মোস্তফা কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক কাজী মনিরুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আলি আকবরসহ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
১ ঘণ্টা আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সাদাপাথরে লুটে আলোচনা-সমালোচনার সপ্তাহখানেক পর শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীর বাদী হয়ে এই মামল
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী বিওপি এলাকার আলীমনগর ঘাট থেকে এক যুবককে মাদকসহ আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসী পাল্টাপাল্টি দাবি করেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের কোথালীপাড়া এলাকায় চারজন বিজিবি সদস্য রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহমেদ টুটুলকে (৩০) আটক করে
৩ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩ ঘণ্টা আগে