Ajker Patrika

র‍্যাবের ওপর হামলার ঘটনায় ৫ জনের রিমান্ড মঞ্জুর

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
র‍্যাবের ওপর হামলার ঘটনায় ৫ জনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাত আখ্যা দিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় করা মামলায় আদালত পাঁচ আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। আজ সোমবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান এই রিমান্ড মঞ্জুর করেন। 

পাঁচ আসামি হলেন-শাফায়েত হোসেন (৩৮), সাইদুর রহমান (৩৩), আনোয়ার হোসেন ওরফে টিপু (২৪), মিনহাজুল ইসলাম ও মো. ফরহাদ হোসেন ওরফে ফাহাদ (২৬)। 

এদের মধ্যে অস্ত্র মামলায় শাফায়েত ও সাইদুর, হামলার মামলায় আনোয়ার হোসেন ও মিনহাজুল এবং মাদক মামলায় ফরহাদের রিমান্ড মঞ্জুর হয়। 

জেলা কোর্ট পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘র‍্যাবের ওপর হামলা, অস্ত্র উদ্ধার ও মাদকের পৃথক মামলায় আসামিদের সাত দিন করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।’ 

উল্লেখ্য, গত বুধবার মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার হন র‍্যাবের সদস্যরা। তাঁরা ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন ভূঁইয়ার কাছ থেকে থেকে মাদক উদ্ধারে গিয়েছিলেন। হামলায় দুই র‍্যাব সদস্যসহ তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে গত শুক্রবার মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় হামলা, অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় পৃথক তিনটি মামলা করে। তার মধ্যে হামলা ও মাদকের দুই মামলাতে তানভীরকে আসামি করা হয়। তানভীর ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত