আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাত আখ্যা দিয়ে র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় করা মামলায় আদালত পাঁচ আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। আজ সোমবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান এই রিমান্ড মঞ্জুর করেন।
পাঁচ আসামি হলেন-শাফায়েত হোসেন (৩৮), সাইদুর রহমান (৩৩), আনোয়ার হোসেন ওরফে টিপু (২৪), মিনহাজুল ইসলাম ও মো. ফরহাদ হোসেন ওরফে ফাহাদ (২৬)।
এদের মধ্যে অস্ত্র মামলায় শাফায়েত ও সাইদুর, হামলার মামলায় আনোয়ার হোসেন ও মিনহাজুল এবং মাদক মামলায় ফরহাদের রিমান্ড মঞ্জুর হয়।
জেলা কোর্ট পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘র্যাবের ওপর হামলা, অস্ত্র উদ্ধার ও মাদকের পৃথক মামলায় আসামিদের সাত দিন করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।’
উল্লেখ্য, গত বুধবার মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার হন র্যাবের সদস্যরা। তাঁরা ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন ভূঁইয়ার কাছ থেকে থেকে মাদক উদ্ধারে গিয়েছিলেন। হামলায় দুই র্যাব সদস্যসহ তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় র্যাব বাদী হয়ে গত শুক্রবার মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় হামলা, অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় পৃথক তিনটি মামলা করে। তার মধ্যে হামলা ও মাদকের দুই মামলাতে তানভীরকে আসামি করা হয়। তানভীর ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাত আখ্যা দিয়ে র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় করা মামলায় আদালত পাঁচ আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। আজ সোমবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান এই রিমান্ড মঞ্জুর করেন।
পাঁচ আসামি হলেন-শাফায়েত হোসেন (৩৮), সাইদুর রহমান (৩৩), আনোয়ার হোসেন ওরফে টিপু (২৪), মিনহাজুল ইসলাম ও মো. ফরহাদ হোসেন ওরফে ফাহাদ (২৬)।
এদের মধ্যে অস্ত্র মামলায় শাফায়েত ও সাইদুর, হামলার মামলায় আনোয়ার হোসেন ও মিনহাজুল এবং মাদক মামলায় ফরহাদের রিমান্ড মঞ্জুর হয়।
জেলা কোর্ট পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘র্যাবের ওপর হামলা, অস্ত্র উদ্ধার ও মাদকের পৃথক মামলায় আসামিদের সাত দিন করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।’
উল্লেখ্য, গত বুধবার মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার হন র্যাবের সদস্যরা। তাঁরা ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন ভূঁইয়ার কাছ থেকে থেকে মাদক উদ্ধারে গিয়েছিলেন। হামলায় দুই র্যাব সদস্যসহ তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় র্যাব বাদী হয়ে গত শুক্রবার মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় হামলা, অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় পৃথক তিনটি মামলা করে। তার মধ্যে হামলা ও মাদকের দুই মামলাতে তানভীরকে আসামি করা হয়। তানভীর ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
জুলাই গণঅভ্যুত্থানে আহত সেই সানজিদা আহমেদ তন্বীসহ গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকে লড়বে ১১ জন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের তথ্য যাচাই বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
১ ঘণ্টা আগেপটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রুহুল আমিনের বিরুদ্ধে বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জেলা আইনজীবী সমিতি তাঁর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে নোটিশ দিয়েছে।
১ ঘণ্টা আগেপাহাড় ও বনের মিশেলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। তবে এ অঞ্চলের বনভূমির চিত্র আর আগের মতো নেই। একসময়ের বিশাল বনভূমি এখন অনেকটাই উজাড় হয়ে গেছে। বনের মূল্যবান গাছের অধিকাংশই শেষ পর্যন্ত ঠাঁই নিয়েছে করাতকলে।
২ ঘণ্টা আগেখুলনার নতুন জেলা কারাগার নির্মাণ প্রকল্পের ব্যয় বেড়েছে দ্বিগুণ এবং দফায় দফায় সময় বাড়ানো হয়েছে আটবার। কিন্তু এর নির্মাণকাজ গত ৯ বছরেও শেষ হয়নি। কাজ চলছে ধীরগতিতে। মাটি ভরাট বাকি থাকাসহ কিছু ভবন অসম্পূর্ণ রয়েছে। ফলে গত মে এবং পরে জুলাই মাসে সময় নির্ধারণ করা হলেও গণপূর্ত বিভাগ কারাগারটি...
২ ঘণ্টা আগে