থানচি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের থানচি উপজেলায় শ্রমিকদের বহনকারী দুটি ট্রাকে সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলি চালিয়েছে। এতে মো. জালাল (২৭) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং মো. ফোরকান (২৯) নামের আরেক শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় চারজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) গ্রুপ এই ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।
আজ শনিবার বিকেল ৩টার দিকে থানচি থেকে লিক্রে নতুন নির্মিত সড়কের ২১ কিলোমিটার নামক এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সূর্য দাশ (৩০) নামে একজন শ্রমিক ও রুবেল (৩০) নামের একজন চালক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। বাকি দুজন শ্রমিকের নাম পরিচয় এখনো জানা যায়নি।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো থানচি লিক্রে নতুন নির্মাণাধীন সড়কের ব্যবহারের জন্য শনিবার সকাল থেকে দুজন চালকসহ দুটি ট্রাকে ছয়জন শ্রমিক নিয়ে সড়ক নির্মাণের জন্য ইট বহন করে নিয়ে যান। সড়কের ৪৫ কিলোমিটারে ইট পৌঁছে দেওয়ার পর দুপুর ১টার দিকে ট্রাক দুটি থানচির দিকে রওনা হয়। পরে বিকেল ৩টায় থানচি থেকে নতুন নির্মিত লিক্রে সড়কের ২০-২১ কিলোমিটার মাঝামাঝি ‘থামলক পাড়া’ নামক এলাকায় পৌঁছালে দুটি ট্রাক লক্ষ্য করে ১০-১৫ সশস্ত্র ‘কেএনএফ’ সন্ত্রাসী অতর্কিতভাবে গুলি চালায়। এতে মো. জালালের বুকে ও পেটে গুলি লাগে। এ সময় তাঁর সঙ্গে থাকা মো. ফোরকান আহত হন।
এদিকে আরেকটি ট্রাকসহ অন্য চারজন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা আহত দুজন শ্রমিককে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে আসলে প্রাথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মেহেনাজ ফাতেমা বলেন, ‘আহত গাড়ি চালক মো. জালালের বুকে ছয়টি স্থানে গুলি লেগেছে। স্বাস্থ্য কমপ্লেক্স উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তাঁকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
থানচি থানার ওসি ইমদাদুল হক আরও বলেন, ‘ঘটনায় নিখোঁজ চারজন শ্রমিককে উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘শ্রমিকদের ওপর গুলি করার ঘটনায় কেএনএফ সন্ত্রাসীদেরকে সন্দেহ করা হচ্ছে।’
বান্দরবানের থানচি উপজেলায় শ্রমিকদের বহনকারী দুটি ট্রাকে সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলি চালিয়েছে। এতে মো. জালাল (২৭) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং মো. ফোরকান (২৯) নামের আরেক শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় চারজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) গ্রুপ এই ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।
আজ শনিবার বিকেল ৩টার দিকে থানচি থেকে লিক্রে নতুন নির্মিত সড়কের ২১ কিলোমিটার নামক এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সূর্য দাশ (৩০) নামে একজন শ্রমিক ও রুবেল (৩০) নামের একজন চালক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। বাকি দুজন শ্রমিকের নাম পরিচয় এখনো জানা যায়নি।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো থানচি লিক্রে নতুন নির্মাণাধীন সড়কের ব্যবহারের জন্য শনিবার সকাল থেকে দুজন চালকসহ দুটি ট্রাকে ছয়জন শ্রমিক নিয়ে সড়ক নির্মাণের জন্য ইট বহন করে নিয়ে যান। সড়কের ৪৫ কিলোমিটারে ইট পৌঁছে দেওয়ার পর দুপুর ১টার দিকে ট্রাক দুটি থানচির দিকে রওনা হয়। পরে বিকেল ৩টায় থানচি থেকে নতুন নির্মিত লিক্রে সড়কের ২০-২১ কিলোমিটার মাঝামাঝি ‘থামলক পাড়া’ নামক এলাকায় পৌঁছালে দুটি ট্রাক লক্ষ্য করে ১০-১৫ সশস্ত্র ‘কেএনএফ’ সন্ত্রাসী অতর্কিতভাবে গুলি চালায়। এতে মো. জালালের বুকে ও পেটে গুলি লাগে। এ সময় তাঁর সঙ্গে থাকা মো. ফোরকান আহত হন।
এদিকে আরেকটি ট্রাকসহ অন্য চারজন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা আহত দুজন শ্রমিককে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে আসলে প্রাথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মেহেনাজ ফাতেমা বলেন, ‘আহত গাড়ি চালক মো. জালালের বুকে ছয়টি স্থানে গুলি লেগেছে। স্বাস্থ্য কমপ্লেক্স উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তাঁকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
থানচি থানার ওসি ইমদাদুল হক আরও বলেন, ‘ঘটনায় নিখোঁজ চারজন শ্রমিককে উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘শ্রমিকদের ওপর গুলি করার ঘটনায় কেএনএফ সন্ত্রাসীদেরকে সন্দেহ করা হচ্ছে।’
লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সোমবার সিলেট বিমানবন্দর হয়ে ঢাকায় পৌঁছাবেন। এদিন সকালে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর এক ঘণ্টা যাত্রাবিরতির কথা রয়েছে। একই বিমানে তাঁর সঙ্গে পুত্রবধূ সিলেটের বনেদি পরিবারের সন্তান জোবাইদা রহমানও দেশে ফিরছেন।
৯ মিনিট আগেচট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যায় প্রথম হজ ফ্লাইটি। বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ যোগে বিজি ১৩৮ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব যাবেন। সেখানকার সময় রাত পৌনে ১০টায় বিমানটি পৌঁছানোর কথা রয়ে
৩৭ মিনিট আগেবগুড়ায় বোরো ধান ঘরে তোলা শুরু হয়েছে। কিন্তু একদিকে শ্রমিক–সংকট, অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ফলে ভালো ফলন হওয়ার পরেও কৃষকের কপালে ঘাম ঝড়ছে। এদিকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় কৃষি বিভাগ থেকে কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছে। তাই ধান কাটা ও মাড়াই কাজে বেশি দামেই শ্রমিক নিতে বাধ্য হচ্ছেন কৃষকের
৩৮ মিনিট আগেরাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে এক কিশোর (১৪)। আজ শনিবার (৩ মে) বেলা পৌনে ৩টার দিকে খিলক্ষেত হোটেল লা মেরিডিয়ানসংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে