নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম রেলস্টেশনে প্ল্যাটফর্মে দ্বিতীয় দিনের মতো আন্দোলন কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এ সময় রেলওয়ে কর্তৃপক্ষ তাঁদের বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ বলছে, বাধা নয়, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি লক্ষ রাখতে বলা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় শিক্ষার্থীরা চট্টগ্রাম রেলস্টেশনে যাওয়ার চেষ্টা করেন। এই সময় বাধার মধ্যে পড়েন তাঁরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে রেলওয়ের বাধা উপেক্ষা করে ঢুকে পড়েন। এ সময় তাঁরা রেলব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে এবং ছয় দফা দাবিতে নানা প্রতিবাদী গান ও স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীরা জানান, অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে বেলা ১১টার দিকে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে চট্টগ্রাম রেলস্টেশনে প্রবেশের চেষ্টা করেন শিক্ষার্থীরা। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশের জেরার মুখে পড়তে হয় তাঁদের। বাধাও দেওয়া হয়।
এদিকে বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন চট্টগ্রাম রেলস্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী। তিনি বলেন, ‘ঢুকতে বাধা দেওয়া হয়নি। যাত্রীদের নিরাপত্তায় যাতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয় সেদিকে লক্ষ রাখতে বলেছি।’
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—টিকিট কেনার ক্ষেত্রে সহজ ডটকমের যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করা ও হয়রানির ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া; যথোপযুক্ত পদক্ষেপের মাধ্যমে টিকিটের কালোবাজারি প্রতিরোধ; অনলাইন কোটায় টিকিট ব্লক বা বুকিং বন্ধ করা ও অনলাইন-অফলাইনে টিকিট কেনার ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা; যাত্রীর চাহিদার সঙ্গে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া; ট্রেনের টিকিট পরীক্ষক, তত্ত্বাবধায়কসহ অন্য দায়িত্বশীল ব্যক্তির কর্মকাণ্ড সার্বক্ষণিক নজরদারি ও শক্তিশালী তথ্য সরবরাহব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেলসেবার মান বাড়ানো; ট্রেনে ন্যায্য মূল্যে খাবার বিক্রি, বিনা মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের ব্যবস্থা নিশ্চিত করা।
চট্টগ্রাম রেলস্টেশনে প্ল্যাটফর্মে দ্বিতীয় দিনের মতো আন্দোলন কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এ সময় রেলওয়ে কর্তৃপক্ষ তাঁদের বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ বলছে, বাধা নয়, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি লক্ষ রাখতে বলা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় শিক্ষার্থীরা চট্টগ্রাম রেলস্টেশনে যাওয়ার চেষ্টা করেন। এই সময় বাধার মধ্যে পড়েন তাঁরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে রেলওয়ের বাধা উপেক্ষা করে ঢুকে পড়েন। এ সময় তাঁরা রেলব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে এবং ছয় দফা দাবিতে নানা প্রতিবাদী গান ও স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীরা জানান, অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে বেলা ১১টার দিকে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে চট্টগ্রাম রেলস্টেশনে প্রবেশের চেষ্টা করেন শিক্ষার্থীরা। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশের জেরার মুখে পড়তে হয় তাঁদের। বাধাও দেওয়া হয়।
এদিকে বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন চট্টগ্রাম রেলস্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী। তিনি বলেন, ‘ঢুকতে বাধা দেওয়া হয়নি। যাত্রীদের নিরাপত্তায় যাতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয় সেদিকে লক্ষ রাখতে বলেছি।’
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—টিকিট কেনার ক্ষেত্রে সহজ ডটকমের যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করা ও হয়রানির ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া; যথোপযুক্ত পদক্ষেপের মাধ্যমে টিকিটের কালোবাজারি প্রতিরোধ; অনলাইন কোটায় টিকিট ব্লক বা বুকিং বন্ধ করা ও অনলাইন-অফলাইনে টিকিট কেনার ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা; যাত্রীর চাহিদার সঙ্গে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া; ট্রেনের টিকিট পরীক্ষক, তত্ত্বাবধায়কসহ অন্য দায়িত্বশীল ব্যক্তির কর্মকাণ্ড সার্বক্ষণিক নজরদারি ও শক্তিশালী তথ্য সরবরাহব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেলসেবার মান বাড়ানো; ট্রেনে ন্যায্য মূল্যে খাবার বিক্রি, বিনা মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের ব্যবস্থা নিশ্চিত করা।
বঙ্গোপসাগরে পাঁচ দিন ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন মোরশেদ (২০) নামের এক জেলে। গুরুতর অসুস্থ অবস্থায় কুয়াকাটার জেলেরা তাঁকে উদ্ধার করেন। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগরের পায়রা বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান তাঁকে এফবি বায়েজিদ ট্রলারে হস্তান্তর করেন।
২৬ মিনিট আগেসিলেট সিটি করপোরেশনের এক কর্মচারীর ওপর হামলার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে ওই দিন দুপুরে সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। পরে বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে তিন নারী-পুরুষকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে তাঁদের চুনারুঘাট থানায় সোপর্দ করে বিজিবি।
৩৫ মিনিট আগেবর্তমানে চিতলমারীতে কর্মরত চিকিৎসক শর্মী রায়ের বিরুদ্ধে এর আগে একই জেলার মোরেলগঞ্জ উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনকালে করোনা মহামারির সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পর্যায়ে বরাদ্দ করা সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
৩৬ মিনিট আগে