চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
নিখোঁজের ১৫ মাস পর প্রতিবন্ধী বাংলাদেশি যুবক জাকিরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। আজ রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাঁকে তুলে দেওয়া হয়।
জাকির হোসেন (২৮) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেগপুর গ্রামের আমিন আলির ছেলে।
আজ সন্ধ্যায় ৫৩ বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, জাকির একজন প্রতিবন্ধী যুবক। গত বছরের ৫ জুন ভারতের বৈষ্ণবপুর পুলিশের কাছে তিনি আটক হন। পরে বৈষ্ণবপুর পুলিশ ও বিএসএফের সঙ্গে যোগাযোগ করে পৌনে ৭টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া শিংনগর এলাকায় বিজিবি ক্যাম্পের মাধ্যমে ভারতের বিএসএফ ও বৈষ্ণবপুর পুলিশ বাংলাদেশের বিজিবি ও শিবগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
জাকির বর্তমানে তাঁর পরিবারের জিম্মায় রয়েছেন বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত বছরের ৫ জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৭১ বিএসএফ ব্যাটালিয়ন থেকে জাকিরের ভারতে আটক থাকার তথ্য আমাদের জানানো হয়। পুলিশের মাধ্যমে জাকিরের বিষয়ে তথ্য যাচাইয়ের পর নিশ্চিত করা হয়। আজ পুলিশের উপস্থিতিতে সন্ধ্যা পৌনে ৭টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে জাকিরকে ফেরত আনা হয়। পরে পুলিশের মাধ্যমে জাকিরকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’
নিখোঁজের ১৫ মাস পর প্রতিবন্ধী বাংলাদেশি যুবক জাকিরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। আজ রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাঁকে তুলে দেওয়া হয়।
জাকির হোসেন (২৮) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেগপুর গ্রামের আমিন আলির ছেলে।
আজ সন্ধ্যায় ৫৩ বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, জাকির একজন প্রতিবন্ধী যুবক। গত বছরের ৫ জুন ভারতের বৈষ্ণবপুর পুলিশের কাছে তিনি আটক হন। পরে বৈষ্ণবপুর পুলিশ ও বিএসএফের সঙ্গে যোগাযোগ করে পৌনে ৭টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া শিংনগর এলাকায় বিজিবি ক্যাম্পের মাধ্যমে ভারতের বিএসএফ ও বৈষ্ণবপুর পুলিশ বাংলাদেশের বিজিবি ও শিবগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
জাকির বর্তমানে তাঁর পরিবারের জিম্মায় রয়েছেন বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত বছরের ৫ জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৭১ বিএসএফ ব্যাটালিয়ন থেকে জাকিরের ভারতে আটক থাকার তথ্য আমাদের জানানো হয়। পুলিশের মাধ্যমে জাকিরের বিষয়ে তথ্য যাচাইয়ের পর নিশ্চিত করা হয়। আজ পুলিশের উপস্থিতিতে সন্ধ্যা পৌনে ৭টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে জাকিরকে ফেরত আনা হয়। পরে পুলিশের মাধ্যমে জাকিরকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’
বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজ সোমবার ফকিরহাট ও শরণখোলায় সর্বাত্মক হরতাল ও অবরোধ চলছে। উপজেলা দুটিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করছেন।
৬ মিনিট আগেঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১’ আয়োজিত গোলটেবিল বৈঠককে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক সচিব আবু আলম শহীদ খানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন।
৭ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলাকেও অন্তর্ভুক্তি নিয়ে আপত্তি উঠেছে। সরকারকে সিদ্ধান্ত থেকে সরে আসার দাবিতে আজ সোমবার দুপুরে শরীয়তপুর শহরের গুরুত্বপূর্ণ চৌরঙ্গী মোড়ে ঢাকা-শরীয়তপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা।
১০ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে অবৈধ অস্ত্র উদ্ধারে যাওয়া র্যাব সদস্যদের অবরুদ্ধ করে মারধর, গাড়ি ভাঙচুর ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১৭২ জনের বিরুদ্ধে অস্ত্র আইনসহ পৃথক দুটি মামলা হয়েছে। এ ঘটনায় নারীসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
১৪ মিনিট আগে