Ajker Patrika

চাঁদপুর পৌরসভায় পথ কুকুরকে দেওয়া হচ্ছে জলাতঙ্ক টিকা

চাঁদপুর প্রতিনিধি
বেওয়ারিশ পথ কুকুরকে জলাতঙ্ক টিকা দেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
বেওয়ারিশ পথ কুকুরকে জলাতঙ্ক টিকা দেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

জননিরাপত্তা ও জনস্বাস্থ্যের স্বার্থে চাঁদপুর পৌরসভা এবং জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় বেওয়ারিশ পথ কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে শহরকে জলাতঙ্কমুক্ত ও নিরাপদ রাখার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (১৩ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জ্যোতির্ময় ভৌমিক। তিনি জানান, ১০ অক্টোবর থেকে শুরু হওয়া এই টিকাদান কার্যক্রম আজ সোমবার (১৩ অক্টোবর) পর্যন্ত চলবে। তবে পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে কর্মসূচির সময় বাড়ানো হতে পারে।

জেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, দুই সেশনে এই টিকাদান কার্যক্রম চলছে। প্রথম সেশন চলে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় সেশন রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত পরিচালিত হচ্ছে। শহরের কুকুরগুলো যেন জলাতঙ্কে আক্রান্ত না হয় এবং মানুষ ও প্রাণী উভয়ের নিরাপত্তা নিশ্চিত হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চলমান কার্যক্রমে শহরের গুরুত্বপূর্ণ এলাকা—কালীবাড়ি মোড়, নতুন বাজার, ইচলী ঘাট, ঢালির ঘাট, পালের বাজার, মেডিকেল কলেজ, হাজি মহসীন রোড, ছায়াবাণী, কয়লাঘাট, বড় স্টেশন, রেলস্টেশন, লঞ্চঘাট, চৌধুরীঘাট, চিত্রলেখা মোড়, বিপণিবাগ, ইলিশ চত্বর, স্বর্ণখোলা, মাদ্রাসা রোড, বাসস্ট্যান্ড, চেয়ারম্যানঘাট, জেলা প্রশাসক কার্যালয় এলাকা, দর্জিঘাট, ষোলঘর ও পুরান বাজারসহ বিভিন্ন স্থানে ইতিমধ্যে শতাধিক কুকুরকে টিকা প্রয়োগ করা হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জ্যোতির্ময় ভৌমিক বলেন, ‘জনগণের উচিত কুকুরকে শত্রু মনে না করে প্রতিবছর জলাতঙ্কের টিকা দেওয়া। কুকুর কারও শত্রু নয়, বরং বন্ধু। ভালোবাসা ও যত্ন পেলে কুকুর কখনোই ক্ষতি করে না।’

তিনি আরও বলেন, এই কর্মসূচি বাস্তবায়নের জন্য ঢাকা থেকে সাত সদস্যবিশিষ্ট অভিজ্ঞ ‘ডগ ক্যাচার’ দল আনা হয়েছে। এ ছাড়া জেলা প্রাণিসম্পদ দপ্তরের একজন মনিটরিং অফিসারসহ অভিজ্ঞ কর্মকর্তারা সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ‘প্রতি মাসের উন্নয়ন সমন্বয় সভায় আলোচনায় আসে যে শহরে পথ কুকুরের আনাগোনা বেড়েছে। জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে পথ কুকুরদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাণিসম্পদ দপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তর এ কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা রাখছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...