Ajker Patrika

নিজের ঘরই জ্বালিয়ে দিলেন মাদকাসক্ত

প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)
নিজের ঘরই জ্বালিয়ে দিলেন মাদকাসক্ত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক মাদকাসক্ত যুবক নিজের ঘরই আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন।

গতকাল সোমবার (২৯ মার্চ) বিকালে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, গ্রামের লতিফ সর্দার বাড়ির কামাল হোসেনের ছেলে মো. হাছান মাদকের টাকার জন্য ঘরের আসবাবপত্র তছনছ করে ফেলেন। টাকা না পেয়ে এক পর্যায়ে ঘরে আগুন লাগিয়ে দেন। আগুন নেভাতে বাড়ির লোকজন ঘরের ভিতরে প্রবেশ করতে চাইলে হাছান দরজা বন্ধ করে দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন এসে মাদকাসক্ত হাছানকে আটক করে থানায় নিয়ে যান।

হাছানের মা খোদেজা বেগম বলেন, আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র থাকে। তিনি ছোট দুই মেয়ে আর এই মাদকাসক্তক ছেলে নিয়ে থাকেন। তাদের বাবা ভরণপোষণের খরচও দেন না।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি) হারুনুর রশিদ বলেন, ছেলেটিকে পরিবারের অনুমতিতেই রিহ্যাবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ হাসিনার শত্রু ছিলাম, তাঁকে বের করেছি, তাঁর ভাগনির চাকরি খেয়েছি: ববি হাজ্জাজ

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

চন্দ্রগ্রহণ চলছে, ব্লাড মুন দেখা যাবে রাত সাড়ে ১১টায়

নেপালে জেন-জিদের পার্লামেন্ট দখল, রক্তক্ষয়ী সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত