চাঁদপুর প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা কমিটি থেকে ১৭০ জন পদত্যাগ করেছেন। গতকাল বুধবার কমিটির সদস্যদের নামের তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে জানাজানি হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের পাশাপাশি ওই কমিটি বয়কটের ঘোষণা দেন তাঁরা।
এর আগে গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ হোসেন স্বাক্ষরিত ২১৭ সদস্যের চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এ উপলক্ষে গতকাল রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটি বয়কটের বিষয় তুলে ধরে বক্তব্য দেন মো. মুজাহিদ শিহাব, সাকিব হোসেন ও সাগর হোসেন। তাঁরা বক্তব্যে বলেন, জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের মধ্যে চাঁদপুর সদরসহ অন্যান্য উপজেলার শিক্ষার্থীদের সমন্বয়ে বেশ কয়েকজন ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্যদের কাছে উপস্থিত হন। ওই সময় চাঁদপুরে কী ধরনের সমস্যা আছে, ওই সব বিষয় উপস্থাপন করা হয়। একই সঙ্গে জেলার একটি খসড়া কমিটি সেখানে উপস্থাপন করা হয়।
বক্তারা আরও বলেন, ঘোষিত কমিটির মধ্যে অনেকেই জানেন না তাঁরা কমিটিতে আছেন। হাজীগঞ্জ উপজেলায় ১৯ জনের নাম ছিল, সবাই পদত্যাগ করেছেন। শেষ পর্যন্ত আরও অনেকে পদত্যাগ করবেন। যাঁরা পদত্যাগ করেছেন, তাঁদের নাম কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্রের সিদ্ধান্ত পর্যালোচনা করে সে অনুযায়ী কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, চাঁদপুর জেলা কমিটি থেকে ১৭০ জন পদত্যাগ করেছেন। তবে ঠিক কী কারণে তাঁরা পদত্যাগ করেছেন, তা কেউ স্পষ্ট করেননি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ঘোষিত কমিটিতে অনেকেরই পদবি মনমতো হয়নি। কেউ কেউ অন্য রাজনৈতিক দলের কর্মী। রাজনৈতিক দলের প্রভাবের কারণে তাঁরা ওই কমিটি থেকে সরে এসেছেন।
বক্তব্যে শিক্ষার্থী মুজাহিদ শিহাব বলেন, ‘এখন থেকে আমরা কেন্দ্রের কোনো নির্দেশনা মানব না। আমরা জুলাই-আগস্টের চেতনা ধারণ করে কাজ করব। একই সঙ্গে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেব।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা কমিটি থেকে ১৭০ জন পদত্যাগ করেছেন। গতকাল বুধবার কমিটির সদস্যদের নামের তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে জানাজানি হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের পাশাপাশি ওই কমিটি বয়কটের ঘোষণা দেন তাঁরা।
এর আগে গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ হোসেন স্বাক্ষরিত ২১৭ সদস্যের চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এ উপলক্ষে গতকাল রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটি বয়কটের বিষয় তুলে ধরে বক্তব্য দেন মো. মুজাহিদ শিহাব, সাকিব হোসেন ও সাগর হোসেন। তাঁরা বক্তব্যে বলেন, জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের মধ্যে চাঁদপুর সদরসহ অন্যান্য উপজেলার শিক্ষার্থীদের সমন্বয়ে বেশ কয়েকজন ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্যদের কাছে উপস্থিত হন। ওই সময় চাঁদপুরে কী ধরনের সমস্যা আছে, ওই সব বিষয় উপস্থাপন করা হয়। একই সঙ্গে জেলার একটি খসড়া কমিটি সেখানে উপস্থাপন করা হয়।
বক্তারা আরও বলেন, ঘোষিত কমিটির মধ্যে অনেকেই জানেন না তাঁরা কমিটিতে আছেন। হাজীগঞ্জ উপজেলায় ১৯ জনের নাম ছিল, সবাই পদত্যাগ করেছেন। শেষ পর্যন্ত আরও অনেকে পদত্যাগ করবেন। যাঁরা পদত্যাগ করেছেন, তাঁদের নাম কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্রের সিদ্ধান্ত পর্যালোচনা করে সে অনুযায়ী কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, চাঁদপুর জেলা কমিটি থেকে ১৭০ জন পদত্যাগ করেছেন। তবে ঠিক কী কারণে তাঁরা পদত্যাগ করেছেন, তা কেউ স্পষ্ট করেননি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ঘোষিত কমিটিতে অনেকেরই পদবি মনমতো হয়নি। কেউ কেউ অন্য রাজনৈতিক দলের কর্মী। রাজনৈতিক দলের প্রভাবের কারণে তাঁরা ওই কমিটি থেকে সরে এসেছেন।
বক্তব্যে শিক্ষার্থী মুজাহিদ শিহাব বলেন, ‘এখন থেকে আমরা কেন্দ্রের কোনো নির্দেশনা মানব না। আমরা জুলাই-আগস্টের চেতনা ধারণ করে কাজ করব। একই সঙ্গে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেব।’
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
২ ঘণ্টা আগেকক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে করে ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
৩ ঘণ্টা আগেরাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে