ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস ফিল্ডের কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আজ সোমবার পৌর এলাকার ভাদুঘরের শান্তিনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক সবীর মিয়া (৪২) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাদৈর গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানান, সবীর মিয়া কিছুদিন ধরে ভাদুঘর ও রামরাইল এলাকার বাড়ি বাড়ি গিয়ে গ্যাস ফিল্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে গ্যাস সংযোগ দেখতেন। এরপর ওই সব বাড়িতে সংযোগের নানা অনিয়ম দেখিয়ে টাকা দাবি করতেন। কেউ টাকা না দিতে চাইলে পুলিশ এবং বাখরাবাদ গ্যাস ফিল্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভয় দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিতেন।
পাশাপাশি কিছু পরিবার থেকে নতুন গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। পরে তারা খোঁজ নিয়ে দেখেন, সবীর গ্যাস ফিল্ডের কোনো কর্মকর্তা নন, প্রতারক। আজ (সোমবার) সকালে তিনি আবারও ওই এলাকায় গিয়ে কয়েকটি বাড়িতে গ্যাস সংযোগের কাগজ ও চুলা দেখতে চাইলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় বাসিন্দা জামাল মিয়া বলেন, ‘সে কয়েক মাস আগে রাতে আমার বাড়িতে আসে গ্যাস সংযোগ দেখতে। আমার বাড়ি ও আশপাশের লোকদের জমায়েত করে। পরে টাকা দাবি করে ভয় দেখালে দিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে জানতে পারলাম, সে কিছুদিন পর আশপাশের গ্রামসহ বিভিন্ন এলাকায় গ্যাস ফিল্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে এমন করে আসছে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্যাস সংযোগের সংক্রান্ত বিষয়ে প্রতারণার অভিযোগে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস ফিল্ডের কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আজ সোমবার পৌর এলাকার ভাদুঘরের শান্তিনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক সবীর মিয়া (৪২) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাদৈর গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানান, সবীর মিয়া কিছুদিন ধরে ভাদুঘর ও রামরাইল এলাকার বাড়ি বাড়ি গিয়ে গ্যাস ফিল্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে গ্যাস সংযোগ দেখতেন। এরপর ওই সব বাড়িতে সংযোগের নানা অনিয়ম দেখিয়ে টাকা দাবি করতেন। কেউ টাকা না দিতে চাইলে পুলিশ এবং বাখরাবাদ গ্যাস ফিল্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভয় দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিতেন।
পাশাপাশি কিছু পরিবার থেকে নতুন গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। পরে তারা খোঁজ নিয়ে দেখেন, সবীর গ্যাস ফিল্ডের কোনো কর্মকর্তা নন, প্রতারক। আজ (সোমবার) সকালে তিনি আবারও ওই এলাকায় গিয়ে কয়েকটি বাড়িতে গ্যাস সংযোগের কাগজ ও চুলা দেখতে চাইলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় বাসিন্দা জামাল মিয়া বলেন, ‘সে কয়েক মাস আগে রাতে আমার বাড়িতে আসে গ্যাস সংযোগ দেখতে। আমার বাড়ি ও আশপাশের লোকদের জমায়েত করে। পরে টাকা দাবি করে ভয় দেখালে দিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে জানতে পারলাম, সে কিছুদিন পর আশপাশের গ্রামসহ বিভিন্ন এলাকায় গ্যাস ফিল্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে এমন করে আসছে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্যাস সংযোগের সংক্রান্ত বিষয়ে প্রতারণার অভিযোগে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিমানবন্দর ব্যবহারকারীদের জন্য সেবার মান উন্নয়ন ও যাত্রীদের অভিজ্ঞতা জানতে সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ গণশুনানির আয়োজন করেছে। আজ সোমবার বিমানবন্দরের ডিপার্চার লাউঞ্জে এ গণশুনানি হয়। এতে বিমানবন্দরে নিয়োজিত বিভিন্ন সংস্থা, অংশীজন ও যাত্রীরা অংশ নেন।
৫ মিনিট আগেখুলনার ফুলতলা উপজেলায় গাজী সাদিকুল ইসলাম হত্যা মামলার ১২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে খুলনার একটি আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। থানা-পুলিশ জানিয়েছে, আজ সকালে আত্মসমর্পণের উদ্দেশ্যে একটি গাড়িতে করে আদালতে যাচ্ছিলেন মামলার আসামিরা। এদিকে সংবাদ পেয়ে র্যাবের এ
৮ মিনিট আগেচাকরি হারানোর ১০ বছর পর সরকারি মালিকানাধীন সার কোম্পানি ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) কমপ্লেক্সে ফিরেছেন মো. সাহাব উদ্দিন। ফিরেই টিএসপির কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নিয়ন্ত্রণ নেন। সম্প্রতি বিনা ভোটে সংগঠনটির সভাপতি বনে যান।
২৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন সমরসিং এলাকায় সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সিটি বাইপাস সড়কের হাবিব পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে