শেরপুর (বগুড়া) প্রতিনিধি
দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গোপন ব্যলটে ৬৩৯ জন কাউন্সিলরের ভোটে কমিটির সভাপতি পদে একজন, সাধারন সম্পাদক একজন ও সাংগঠনিক সম্পাদক পদে দুজনকে নির্বাচিত করা হয়েছে। এতে বাবলু -মিন্টু প্যানেল চারটি পদেই বিজয়ী হয়েছে।
সম্মেলন উপলক্ষে আজ শনিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা মহিপুর ঈদগাহ মাঠে সমবেত হতে থাকেন। সকাল ১১ টায় উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল আলম তোতার সভাপতিত্বে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অ্যাড. এ. কে এম সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক মো. ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির জাতীয়নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনাসহ প্রমূখ।
শুরুতেই ৯টি ইউনিয়নের সাংগঠনিক পতাকা উত্তেলনের মাধ্যমে প্রধান অতিথি সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। এরপর অতিথিদের বক্তব্যের পাশাপাশি গোপন ব্যলটে ভোট গ্রহণ চলতে থাকে।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় থেকে ফ্যাসীবাদী শাসন কায়েম করেছে। এই সরকারের পতন না ঘটালে জনগণের মুক্তি আসবে না। তাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।
সমাবেশ চলাকালে ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে কার্যক্রম বাধাগ্রস্ত হয়। পরে ভোট গণনা শেষ বিকেল ৪টায় সম্মেলনের প্রধান অতিথি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে সভাপতি পদে শহিদুল ইসলাম বাবলু (আনারস) ৩৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শাহ আলম পান্না (ঘড়ি) পেয়েছেন ২৩৩ ভোট। এ ছাড়াও সম্মেলনে ভোটের সাধারণ সম্পাদকে রফিকুল ইসলাম ৪৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন শফিকুল ইসলাম। তিনি পেয়েছেন ১৬০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবদুল মমিন ও শফিকুল ইসলাম। এই পদে তাঁদের প্রতিদ্বন্দ্বী ছিলেন হাসানুল মারুফ ও আরিফুর রহমান।
শেরপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দীর্সূত্রীতার কারণ ব্যাখ্যা করে নবনির্বাচিত সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘সরকারের জুলুম নির্যাতনের কারণে এতদিন আমরা সংগঠিত হতে পারি নাই। এখন বিএনপি আগের চেয়ে অনেক সংগঠিত হয়েছে। এ ছাড়া করোনামহামারির কারণেও খানিকটা বিলম্ব হয়েছে।’
এই সম্মেলন নিয়ে শেরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হাই সিদ্দিকী বলেন, ‘উপজেলায় তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের মধ্যদিয়ে শেরপুরের বিএনপি অনেক শক্তিশালী হয়েছে। আগামীতে নবনির্বাচিত কমিটির নেতৃত্বে বিএনপি আরও গতিশীল হবে।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গোপন ব্যলটে ৬৩৯ জন কাউন্সিলরের ভোটে কমিটির সভাপতি পদে একজন, সাধারন সম্পাদক একজন ও সাংগঠনিক সম্পাদক পদে দুজনকে নির্বাচিত করা হয়েছে। এতে বাবলু -মিন্টু প্যানেল চারটি পদেই বিজয়ী হয়েছে।
সম্মেলন উপলক্ষে আজ শনিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা মহিপুর ঈদগাহ মাঠে সমবেত হতে থাকেন। সকাল ১১ টায় উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল আলম তোতার সভাপতিত্বে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অ্যাড. এ. কে এম সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক মো. ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির জাতীয়নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনাসহ প্রমূখ।
শুরুতেই ৯টি ইউনিয়নের সাংগঠনিক পতাকা উত্তেলনের মাধ্যমে প্রধান অতিথি সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। এরপর অতিথিদের বক্তব্যের পাশাপাশি গোপন ব্যলটে ভোট গ্রহণ চলতে থাকে।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় থেকে ফ্যাসীবাদী শাসন কায়েম করেছে। এই সরকারের পতন না ঘটালে জনগণের মুক্তি আসবে না। তাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।
সমাবেশ চলাকালে ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে কার্যক্রম বাধাগ্রস্ত হয়। পরে ভোট গণনা শেষ বিকেল ৪টায় সম্মেলনের প্রধান অতিথি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে সভাপতি পদে শহিদুল ইসলাম বাবলু (আনারস) ৩৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শাহ আলম পান্না (ঘড়ি) পেয়েছেন ২৩৩ ভোট। এ ছাড়াও সম্মেলনে ভোটের সাধারণ সম্পাদকে রফিকুল ইসলাম ৪৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন শফিকুল ইসলাম। তিনি পেয়েছেন ১৬০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবদুল মমিন ও শফিকুল ইসলাম। এই পদে তাঁদের প্রতিদ্বন্দ্বী ছিলেন হাসানুল মারুফ ও আরিফুর রহমান।
শেরপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দীর্সূত্রীতার কারণ ব্যাখ্যা করে নবনির্বাচিত সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘সরকারের জুলুম নির্যাতনের কারণে এতদিন আমরা সংগঠিত হতে পারি নাই। এখন বিএনপি আগের চেয়ে অনেক সংগঠিত হয়েছে। এ ছাড়া করোনামহামারির কারণেও খানিকটা বিলম্ব হয়েছে।’
এই সম্মেলন নিয়ে শেরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হাই সিদ্দিকী বলেন, ‘উপজেলায় তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের মধ্যদিয়ে শেরপুরের বিএনপি অনেক শক্তিশালী হয়েছে। আগামীতে নবনির্বাচিত কমিটির নেতৃত্বে বিএনপি আরও গতিশীল হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষের পর জামায়াতে ইসলামীর এক নেতার বিতর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে ওই নেতাকে বলতে শোনা যায়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়..
৬ মিনিট আগেমুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে বিষাক্ত মদপানে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে। সর্বশেষ মৃত ব্যক্তির নাম আলামিন (৪০)। তিনি উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামের বাসিন্দা।
৩৭ মিনিট আগেলক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। এতে এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেশুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বাহারুল ইসলামের শোবার ঘরে তার প্রথম স্ত্রী সুমি খাতুন বাইরে থেকে দরজার সিটকিনি লাগিয়ে আগুন ধরিয়ে দেন। ওই ঘরে তখন বাহারুল ও তাঁর দ্বিতীয় স্ত্রী এবং তাদের শিশু সন্তান ঘুমিয়ে ছিলেন। আগুন দেখতে পেয়ে বাহারুল চিৎকার শুরু করলে প্রতিবেশীরা...
১ ঘণ্টা আগে