বগুড়া প্রতিনিধি
বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি পালানোর ঘটনায় তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া অপর দুজন কারারক্ষীকে কৈফিয়ত তলব করা হয়েছে। তা ছাড়া কারা অধিদপ্তর থেকে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সাময়িক বরখাস্ত তিন কারারক্ষী হলেন বগুড়া জেলা কারাগারের প্রধান কারারক্ষী দুলাল হোসেন, কারারক্ষী আব্দুল মতিন ও কারারক্ষী আরিফুল ইসলাম। এ ছাড়া কারারক্ষী ফরিদুল ইসলাম ও হোসেনুজ্জামানকে কৈফিয়ত তলব করা হয়েছে।
এদিকে কারা অধিদপ্তর থেকে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমানকে প্রধান করে গঠিত তিন সদস্যের কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ওই কমিটিকে ছয়টি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো—কয়েদির পলায়ন এবং পূর্বাপর ঘটনা উদ্ঘাটন; কয়েদি পালানোর ঘটনায় কারা প্রশাসনের দুর্বলতা এবং তা উদ্ঘাটন; অবকাঠামোগত ত্রুটি আছে কিনা তা উদ্ঘাটন; দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা; দায়ী ব্যক্তিদের বিষয়ে বিধিসম্মত মতামত ও সুপারিশ। তা ছাড়া ভবিষ্যতে বন্দী পালানো রোধে মতামত ও সুপারিশ চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ৩টার দিকে বগুড়া জেলা কারাগারের জাফলং নামের কনডেম সেলের ২ নম্বর ওয়ার্ডের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার বন্দী পালিয়ে যান। পরে এক ঘণ্টার মধ্যেই শহরের চেলোপাড়া চাষীবাজার থেকে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। তাঁরা প্রত্যেকেই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন এবং একই কক্ষে অবস্থান করছিলেন।
বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি পালানোর ঘটনায় তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া অপর দুজন কারারক্ষীকে কৈফিয়ত তলব করা হয়েছে। তা ছাড়া কারা অধিদপ্তর থেকে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সাময়িক বরখাস্ত তিন কারারক্ষী হলেন বগুড়া জেলা কারাগারের প্রধান কারারক্ষী দুলাল হোসেন, কারারক্ষী আব্দুল মতিন ও কারারক্ষী আরিফুল ইসলাম। এ ছাড়া কারারক্ষী ফরিদুল ইসলাম ও হোসেনুজ্জামানকে কৈফিয়ত তলব করা হয়েছে।
এদিকে কারা অধিদপ্তর থেকে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমানকে প্রধান করে গঠিত তিন সদস্যের কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ওই কমিটিকে ছয়টি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো—কয়েদির পলায়ন এবং পূর্বাপর ঘটনা উদ্ঘাটন; কয়েদি পালানোর ঘটনায় কারা প্রশাসনের দুর্বলতা এবং তা উদ্ঘাটন; অবকাঠামোগত ত্রুটি আছে কিনা তা উদ্ঘাটন; দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা; দায়ী ব্যক্তিদের বিষয়ে বিধিসম্মত মতামত ও সুপারিশ। তা ছাড়া ভবিষ্যতে বন্দী পালানো রোধে মতামত ও সুপারিশ চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ৩টার দিকে বগুড়া জেলা কারাগারের জাফলং নামের কনডেম সেলের ২ নম্বর ওয়ার্ডের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার বন্দী পালিয়ে যান। পরে এক ঘণ্টার মধ্যেই শহরের চেলোপাড়া চাষীবাজার থেকে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। তাঁরা প্রত্যেকেই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন এবং একই কক্ষে অবস্থান করছিলেন।
সাইপ্রাসে যাওয়ার ১৩ দিনের মাথায় সাততলা ভবনের ছাদ থেকে পড়ে হাফিজুর রহমান (৪৫) নামে এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। হাসপাতালে ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত মঙ্গলবার রাতে তিনি মারা যান।
১৪ মিনিট আগেসিলেটের ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণের কারণে বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
১৮ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে হাবিবুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।
২০ মিনিট আগেযশোর পৌরসভার ‘অযৌক্তিক’ কর বৃদ্ধির প্রতিবাদসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে পৌর নাগরিক কমিটি। সমাবেশ থেকে দাবি আদায়ে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছেন নেতারা। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে নেতারা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এই বিক্ষোভ সমাবেশ, অবস্থ
২১ মিনিট আগে