শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, একদল বলছে, জাতীয় নির্বাচন আগে দিতে হবে। অন্য দল বলছে, স্থানীয় নির্বাচন আগে দিতে হবে। এ রকম যদি চলতে থাকে, তাহলে দেশে কোনো নির্বাচনই হবে না। সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার শিবগঞ্জে শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা নাগরিক ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘তারেক রহমানকে ফোন করেছিলাম। তিনি প্রথমে ফোন ধরেননি। পরে কল ব্যাক করেছেন। এরপর আমি তাঁকে শিবগঞ্জের বিষয়ে বললাম। তারেক রহমান তখন আমাকে বললেন, আপনি আমাদের মুরব্বি। আর আপনার সঙ্গে কে এমন আচরণ করল? আমি ওদেরকে বলে দিচ্ছি।’
এর আগে মাহমুদুর রহমান মান্নাকে আওয়ামী লীগের পুনর্বাসনকারী আখ্যা দিয়ে তাঁকে এলাকায় ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম।
মাহমুদুর রহমান মান্না বলেন, গত ২১ ফেব্রুয়ারি রাতে শিবগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম বাড়ি ফেরার পথে তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে মৃত্যুশয্যায়। শিবগঞ্জের ঘটনায় থানায় মামলা দিলে ৪-৫ জন আসামির নাম থানার ওসি কেটে দিতে বলেন। ওসি নাম কাটার কে? আমাকে শিবগঞ্জে আসতে দেওয়া হবে না, এ হুঙ্কারের কারণে আমার বাড়ি শিবগঞ্জে এসেছি। আমি যদি হুঙ্কার দিই, তাহলে শিবগঞ্জে ভূমিকম্প হবে।
শিবগঞ্জ পৌর নাগরিক ঐক্যের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, উপজেলা নাগরিক ঐক্যের সদস্যসচিব আব্দুল বাসেত বাদশা, জেলা নাগরিক ঐক্যের সমন্বয়কারী মতিউর রহমান, নাগরিক ঐক্যের নেতা সাইদুর রহমান সাগর, এনামুল হক, সৈকত বিদ্যুৎ, মাহবুব মোর্শেদ হীরা, অমিদ হাসান, হারুনুর রশিদ, সাজু, জেলা নাগরিক যুব ঐক্যের আহ্বায়ক আরিফুল ইসলাম, আজাদুল ইসলাম, আ. রহমান, উপজেলা যুব ঐক্যের সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ তুষার ও সৈকত আহম্মেদ।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, একদল বলছে, জাতীয় নির্বাচন আগে দিতে হবে। অন্য দল বলছে, স্থানীয় নির্বাচন আগে দিতে হবে। এ রকম যদি চলতে থাকে, তাহলে দেশে কোনো নির্বাচনই হবে না। সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার শিবগঞ্জে শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা নাগরিক ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘তারেক রহমানকে ফোন করেছিলাম। তিনি প্রথমে ফোন ধরেননি। পরে কল ব্যাক করেছেন। এরপর আমি তাঁকে শিবগঞ্জের বিষয়ে বললাম। তারেক রহমান তখন আমাকে বললেন, আপনি আমাদের মুরব্বি। আর আপনার সঙ্গে কে এমন আচরণ করল? আমি ওদেরকে বলে দিচ্ছি।’
এর আগে মাহমুদুর রহমান মান্নাকে আওয়ামী লীগের পুনর্বাসনকারী আখ্যা দিয়ে তাঁকে এলাকায় ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম।
মাহমুদুর রহমান মান্না বলেন, গত ২১ ফেব্রুয়ারি রাতে শিবগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম বাড়ি ফেরার পথে তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে মৃত্যুশয্যায়। শিবগঞ্জের ঘটনায় থানায় মামলা দিলে ৪-৫ জন আসামির নাম থানার ওসি কেটে দিতে বলেন। ওসি নাম কাটার কে? আমাকে শিবগঞ্জে আসতে দেওয়া হবে না, এ হুঙ্কারের কারণে আমার বাড়ি শিবগঞ্জে এসেছি। আমি যদি হুঙ্কার দিই, তাহলে শিবগঞ্জে ভূমিকম্প হবে।
শিবগঞ্জ পৌর নাগরিক ঐক্যের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, উপজেলা নাগরিক ঐক্যের সদস্যসচিব আব্দুল বাসেত বাদশা, জেলা নাগরিক ঐক্যের সমন্বয়কারী মতিউর রহমান, নাগরিক ঐক্যের নেতা সাইদুর রহমান সাগর, এনামুল হক, সৈকত বিদ্যুৎ, মাহবুব মোর্শেদ হীরা, অমিদ হাসান, হারুনুর রশিদ, সাজু, জেলা নাগরিক যুব ঐক্যের আহ্বায়ক আরিফুল ইসলাম, আজাদুল ইসলাম, আ. রহমান, উপজেলা যুব ঐক্যের সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ তুষার ও সৈকত আহম্মেদ।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ পুস্তিগাছা গ্রামের হারুন-অর-রশিদ ও আশরাফুল ইসলাম নামের এই দুই ভাই পাঙাশ মাছের পায়েস, গরুর ভুনা, সজনে পাতার রুটি, এমনকি ইলিশ মাছের রুটির মতো অভিনব সব পদ রান্না করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।
১১ মিনিট আগেডোমার উপজেলার বোড়াগাড়ি থেকে ডিমলার বাবুরহাট পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়কের দুর্দশা চোখে পড়ার মতো। চার বছর আগে এই সড়কের সংস্কার কাজ শুরু হলেও সেটি মাঝপথে বন্ধ হয়ে যায়। রাস্তা খোঁড়া হলেও পরে কাজ আর এগোয়নি। ইটের খোয়া মাটির সঙ্গে মিশে গিয়ে এখন পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।
২০ মিনিট আগেমানববন্ধনে বক্তারা বলেন, খনি এলাকায় বসবাসকারী মানুষ সবসময় আতঙ্কে থাকেন। রাতে কম্পনের কারণে শান্তিতে ঘুমাতে পারেন না এবং প্রতি মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করেন। তারা আরও বলেন, এই বিষয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করেও কোনো প্রতিকার মিলছে না। যদি খনি কর্তৃপক্ষ তাদের দাবিগুলো বাস্তবায়নে পদক্ষেপ না নেয়...
২৪ মিনিট আগেবৃষ্টির কারণে জলাবদ্ধতায় নোয়াখালীর ৯টি উপজেলার ২৯টি সড়কের প্রায় ৪০০ কিলোমিটারের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের কোথাও পিচ ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও আবার খানাখন্দে পানি জমে আছে। এসব পথে যাত্রী ও চালকেরা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। এতে দুর্ঘটনাও ঘটছে। চলতি বছরে মে থেকে আগস্ট পর্যন্ত...
৫ ঘণ্টা আগে