ভোলা প্রতিনিধি
ভোলার চরফ্যাশনের এক মসজিদের ইমামকে হত্যার মামলার পলাতক আসামি এক দম্পতিকে ঘটনার সাড়ে ৫ মাস পর রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আবু তাহের মাঝি (৫১) ও তাঁর স্ত্রী কুলসুম বেগমকে (৪২) এরই মধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান।
আজকের পত্রিকাকে ওসি মিজানুর বলেন, যাত্রাবাড়ীর ১ নম্বর গলি থেকে দুই আসামিকে বেগমকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে আসামিরা হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। গতকাল রোববার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে হত্যা মামলার আরেক আসামি আবদুল মালেককে গ্রেপ্তার করা হয় বলেও তিনি জানান।
মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ১৪ অক্টোবর শুক্রবার সকাল ৮টায় নুরুল ইসলাম ও তাঁর চাচা আবু তাহের মাঝির পরিবারের মধ্যে পাওনা টাকার হিস্যা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে আবু তাহের মাঝির পরিবারের সদস্যরা শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নে মসজিদের ইমাম নূরুল ইসলাম ও তাঁর স্ত্রী মরিয়মকে কুপিয়ে জখম করেন।
স্বজনেরা তাঁদের প্রথমে চরফ্যাশন হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। ওই দিন বিকেলেই নূরুল ইসলাম মারা যান। এঘটনায় ওই রাতেই নিহতের স্ত্রী বিবি মরিয়ম ৭ জনকে আসামি করে মামলা করেন।
ভোলার চরফ্যাশনের এক মসজিদের ইমামকে হত্যার মামলার পলাতক আসামি এক দম্পতিকে ঘটনার সাড়ে ৫ মাস পর রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আবু তাহের মাঝি (৫১) ও তাঁর স্ত্রী কুলসুম বেগমকে (৪২) এরই মধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান।
আজকের পত্রিকাকে ওসি মিজানুর বলেন, যাত্রাবাড়ীর ১ নম্বর গলি থেকে দুই আসামিকে বেগমকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে আসামিরা হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। গতকাল রোববার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে হত্যা মামলার আরেক আসামি আবদুল মালেককে গ্রেপ্তার করা হয় বলেও তিনি জানান।
মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ১৪ অক্টোবর শুক্রবার সকাল ৮টায় নুরুল ইসলাম ও তাঁর চাচা আবু তাহের মাঝির পরিবারের মধ্যে পাওনা টাকার হিস্যা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে আবু তাহের মাঝির পরিবারের সদস্যরা শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নে মসজিদের ইমাম নূরুল ইসলাম ও তাঁর স্ত্রী মরিয়মকে কুপিয়ে জখম করেন।
স্বজনেরা তাঁদের প্রথমে চরফ্যাশন হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। ওই দিন বিকেলেই নূরুল ইসলাম মারা যান। এঘটনায় ওই রাতেই নিহতের স্ত্রী বিবি মরিয়ম ৭ জনকে আসামি করে মামলা করেন।
কক্সবাজারের টেকনাফে র্যাব ও বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তি মিয়ানমারের মংডু শহরের খারাংখালী এলাকার মো. ওসমানের ছেলে মো. ওমর সিদ্দিক (২৮)।
৩৩ মিনিট আগেআনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নবনির্বাচিত নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান তাঁদের শপথবাক্য পাঠ করান।
১ ঘণ্টা আগেনওগাঁয় ডিএমপি-ডিবির পোশাক, ডেমো অস্ত্র, হাতকড়াসহ চারজন ভুয়া পুলিশ এবং গণঅধিকার পরিষদের নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।
১ ঘণ্টা আগেরাজশাহীর দুর্গাপুর উপজেলায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে ওষুধ ভেবে হারপিক পান করায় মোতাহারা বেগম (৬৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান। এর আগে ১৩ সেপ্টেম্বর উপজেলার ঝালুকা ইউপির কাঁঠালবাড়িয়া গ্রামে মেয়ের বাড়ি এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে