বরিশালে জনতার হাতে আটক দুই ট্রাক নথির বিষয়ে যা জানা গেল
বরিশালে আটক করা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই ট্রাক পুরোনো নথির রহস্য খোলাসা হয়েছে। স্থানীয়রা ট্রাকভর্তি এ জিনিসপত্রকে সচিবালয়ের গোপন নথি ভেবে গত শুক্রবার রাতে আটকে দেয়। এ নিয়ে গুজব ছড়ালে পরে জানা যায় পরে জানা যায়, ট্রাক দুটিতে কোনো গোপন নথিপত্র নেই, ছিল বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পুরোনো কাগজ