Ajker Patrika

করোনায় মৃত নারীর গোসল করালেন ইউএনও

প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর) 
আপডেট : ১০ জুলাই ২০২১, ১২: ১৩
করোনায় মৃত নারীর গোসল করালেন ইউএনও

পিরোজপুরের কাউখালী উপজেলায় করোনায় মৃত এক নারীকে নিজ হাতে গোসল করালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা। গতকাল শুক্রবার উপজেলার উজিয়াল খান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রেখা বেগম (৪৮) এবং উজিলার সোলায়মান হোসেনের স্ত্রী। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে।

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রিয়াজুল ইসলাম রুবেল রিয়াজী জানান, শুক্রবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেখা বেগম। পরে সন্ধ্যা ৬টায় তাঁর মৃতদেহ কাউখালী বাসস্ট্যান্ড সড়কের নিজ বাসায় নিয়ে আসা হয়। কিন্তু তাঁর দাফনের জন্য গোসল করাতে কোনো আত্মীয়-স্বজন রাজি না হওয়ায় বিপাকে পড়ে তাঁর পরিবার। খবর পেয়ে ছুটে আসেন উপজেলার নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন। পরে নিজেই মৃত রেখা বেগমের গোসল করানো, কাপড় পরানোসহ অন্যান্য কাজ সম্পন্ন করেন।

এরপর রাত ১২টার দিকে কাউখালী উজিয়ালখান গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে মরদেহ দাফন করা হয় বলে জানান ইউপি সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত