নিজস্ব প্রতিবেদক, বরিশাল
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপির সদ্য সাবেক এপিএস শফিকুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে নগরের হাতেম আলী কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
তবে অভিযুক্তরা এমন অভিযোগ অস্বীকার করে বলেছেন, চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছিলেন প্রতিমন্ত্রীর সাবেক এপিএস শফিকুল।
হামলার শিকার এপিএস শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, শুক্রবার রাত ৯টার দিকে নাসির নামের একজনের নেতৃত্বে একদল লোক তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং এলোপাতাড়ি মারধর করে।
তবে অভিযুক্ত নাসির দাবি করেছেন, চাকরি দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নিয়েছিলেন শফিকুল ইসলাম। কিন্তু চাকরি হয়নি। আবার টাকাও ফেরত দিচ্ছেন না। তিনি ওই টাকা ফেরত চাইতে গিয়েছিলেন।
এদিকে এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে নাসিরসহ আটজনের নাম উল্লেখ করে শনিবার কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমুল করিম বলেন, শফিকুল ইসলামের দায়ের করা মামলা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, শফিকুল ইসলাম সরকারি একটি কলেজে প্রভাষক পদে কর্মরত অবস্থায় প্রতিমন্ত্রীর এপিএসের দায়িত্ব নেন। সম্প্রতি তিনি ওই পদে আর নেই। এ নিয়ে নানা গুঞ্জনও রয়েছে।
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপির সদ্য সাবেক এপিএস শফিকুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে নগরের হাতেম আলী কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
তবে অভিযুক্তরা এমন অভিযোগ অস্বীকার করে বলেছেন, চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছিলেন প্রতিমন্ত্রীর সাবেক এপিএস শফিকুল।
হামলার শিকার এপিএস শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, শুক্রবার রাত ৯টার দিকে নাসির নামের একজনের নেতৃত্বে একদল লোক তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং এলোপাতাড়ি মারধর করে।
তবে অভিযুক্ত নাসির দাবি করেছেন, চাকরি দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নিয়েছিলেন শফিকুল ইসলাম। কিন্তু চাকরি হয়নি। আবার টাকাও ফেরত দিচ্ছেন না। তিনি ওই টাকা ফেরত চাইতে গিয়েছিলেন।
এদিকে এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে নাসিরসহ আটজনের নাম উল্লেখ করে শনিবার কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমুল করিম বলেন, শফিকুল ইসলামের দায়ের করা মামলা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, শফিকুল ইসলাম সরকারি একটি কলেজে প্রভাষক পদে কর্মরত অবস্থায় প্রতিমন্ত্রীর এপিএসের দায়িত্ব নেন। সম্প্রতি তিনি ওই পদে আর নেই। এ নিয়ে নানা গুঞ্জনও রয়েছে।
নিহতের স্বামী মনির হাওলাদার বলেন, ‘ভোরের দিকে আমি গরু জবাইয়ের উদ্দেশ্যে ছেলেকে নিয়ে জিরো পয়েন্ট এলাকায় দোকানে যাই। সকালে খবর পাই স্ত্রী কোনো সাড়া দিচ্ছে না। বাড়ি এসে দেখি দরজা-জানালা বন্ধ। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে দেখি স্ত্রী মৃত অবস্থায় পড়ে রয়েছে। ড্রয়ারে রাখা গরু কেনার প্রায় সাড়ে ৫ লাখ টাকা ন
৫ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেট কার বাজারের ভেতর দিয়ে প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয় এবং মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
১৭ মিনিট আগেনড়াইল সদর উপজেলায় আকবার ফকির (৬৫) নামে এক ইজিবাইকচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের একটি বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
২৩ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে রাসায়নিক দ্রব্যের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দোকান কর্মচারী আলআমিন হোসেন বাবু (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার (২৬ সেপ্টম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, এ ঘটনায় দুই ফায়ার ফাইটারের...
২৩ মিনিট আগে