Ajker Patrika

পটুয়াখালী জেল থেকে ১৬ জেলেকে ভারতের হাইকমিশনারের কাছে হস্তান্তর

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ২০: ৩৮
পটুয়াখালী জেল থেকে ১৬ জেলেকে ভারতের হাইকমিশনারের কাছে হস্তান্তর

বাংলাদেশের জলসীমানায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের দায়ে নৌবাহিনীর হাতে গ্রেপ্তার ভারতীয় ১৬ জেলেকে মুক্তি দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলেদের গ্রহণ করেন ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ কুমার।

এ সময় উপস্থিত ছিলেন, জেল সুপারের দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সাজেদুল ইসলাম এবং জেলার আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পটুয়াখালী জেলা কারাগারের জেলার আনোয়ার হোসেন বলেন, ‘আমরা কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ২০২২ সালের ২৩৭ নম্বর মামলার জামিনমর্মে মুক্তির নির্দেশনা পেয়ে ভারতীয় ১৬ জেলেকে তাঁদের গচ্ছিত মালামালসহ ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ কুমারের কাছে হস্তান্তর করেছি। তাঁরা সকলে হাইকমিশনারের সঙ্গে বেলা আড়াইটার দিলে কারাগার ত্যাগ করেছেন।’

উল্লেখ্য, ভারতীয় জেলেদের গত ১৯ জুলাই গভীর রাতে পটুয়াখালীর পায়রা বন্দরের ফেয়ার বয়া থেকে ৩৫ মাইল দক্ষিণ অংশের গভীর সমুদ্র থেকে আটক করা হয়। পরে জেলেরা পায়রা বন্দর থেকে নিজেদের মাছের টলারে করে নৌপথে ভারত রওনা করেন। হস্তান্তর করা জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিমবঙ্গে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত