পটুয়াখালী প্রতিনিধি
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির পাশাপাশি পটুয়াখালীতে হঠাৎ করে বেড়েছে বেকারি পণ্যের দাম। শহরে এক রাতের ব্যবধানে ৫ টাকার রুটি এখন ১০ টাকায় বিক্রি হচ্ছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে শহরের সাধারণ মানুষ।
শহরের বেকারি পণ্যের দোকান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, আগে বাজারে ৫০ কেজির আঁটার বস্তার দাম ছিল ১৫০০ থেকে ২০০০ টাকা কিন্তু এখন আঁটার বাজার মূল্য ৩ হাজার ৩০০ টাকা। এ ছাড়া তেল, ঘি ও চিনি এ সকল পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বেকারি পণ্যের দাম বাড়াতে বাধ্য হয়েছে ব্যবসায়ীরা। তবে সাধারণ মানুষের অভিযোগ, আগে ৫ টাকায় যে রুটির সাইজ ছিল সেই রুটির সাইজ ধীরে ধীরে করে ছোট পরিসরে বানানো হয়েছে। এ ছাড়া হঠাৎ দাম বৃদ্ধি করায় বিপাকে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা।
শহরের শিশু পার্ক এলাকার চায়ের দোকানি রিজভী গাজি বলেন, ‘আগে ৫ টাকায় যে রুটির সাইজ ছিল সেই রুটির সাইজ এখন ছোট করে বানানো হয়েছে। সাধারণ মানুষেরা এত দামে বেকারির পণ্য কিনতে নারাজ। প্রতিদিন যেখানে আমার ৫০ থেকে ৮০ পিস রুটি বিক্রি হয় আজকে দাম বৃদ্ধিতে ২০ পিস রুটি বিক্রি হয়েছে। সবকিছুর দাম বাড়ছে এর জন্যই বেকারির পণ্য দাম বাড়িয়ে দিয়েছে।’
পটুয়াখালী মহিলা আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা আবু ইউসুফ সাঈদ বলেন, ‘সামান্য রুটির দাম তাও দ্বিগুণ হয়ে গেল বাজারে সবকিছুর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি প্রতিদিন সকালবেলা একটা চা ও একটা রুটি খেয়ে থাকি, আজকে যখন চায়ের দোকানে যাই দোকানদার আমাকে বলেন রুটি কিন্তু এখন ১০ টাকা আমি অবাক হয়ে যাই। গতকালকেও যে রুটি ৫ টাকায় খেয়েছি সেই রুটি আজকে ১০ টাকায় খেতে হবে। আগে ২ টাকায় যে রুটি পাওয়া যেত সেই রুটি এখন ১০ টাকাও পাওয়া যাবে না। আমাদের মত পরিবারগুলো মুখ বুজে আর্তনাদ করা ছাড়া কোনো উপায় নেই।’
পটুয়াখালী শুভেচ্ছা বেকারির মালিক নান্নু মিয়া বলেন, ‘দেশে সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে আটা, তেল, ঘি ও চিনি এ সকল পণ্য বেকারির জন্য খুব জরুরি। তবে এই সকল পণ্যের দাম অনেক আগেই বৃদ্ধি পেয়েছে তারপরেও আমরা দাম বাড়ায়নি। বেকারির কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে হয়েছে। এই সকল দিক বিবেচনা করে বেকারির পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে। বেকারির পণ্যের দাম যদি বৃদ্ধি না করা হয় তাহলে আমাদের বেকারি বন্ধ করে দিতে হবে।’
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির পাশাপাশি পটুয়াখালীতে হঠাৎ করে বেড়েছে বেকারি পণ্যের দাম। শহরে এক রাতের ব্যবধানে ৫ টাকার রুটি এখন ১০ টাকায় বিক্রি হচ্ছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে শহরের সাধারণ মানুষ।
শহরের বেকারি পণ্যের দোকান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, আগে বাজারে ৫০ কেজির আঁটার বস্তার দাম ছিল ১৫০০ থেকে ২০০০ টাকা কিন্তু এখন আঁটার বাজার মূল্য ৩ হাজার ৩০০ টাকা। এ ছাড়া তেল, ঘি ও চিনি এ সকল পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বেকারি পণ্যের দাম বাড়াতে বাধ্য হয়েছে ব্যবসায়ীরা। তবে সাধারণ মানুষের অভিযোগ, আগে ৫ টাকায় যে রুটির সাইজ ছিল সেই রুটির সাইজ ধীরে ধীরে করে ছোট পরিসরে বানানো হয়েছে। এ ছাড়া হঠাৎ দাম বৃদ্ধি করায় বিপাকে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা।
শহরের শিশু পার্ক এলাকার চায়ের দোকানি রিজভী গাজি বলেন, ‘আগে ৫ টাকায় যে রুটির সাইজ ছিল সেই রুটির সাইজ এখন ছোট করে বানানো হয়েছে। সাধারণ মানুষেরা এত দামে বেকারির পণ্য কিনতে নারাজ। প্রতিদিন যেখানে আমার ৫০ থেকে ৮০ পিস রুটি বিক্রি হয় আজকে দাম বৃদ্ধিতে ২০ পিস রুটি বিক্রি হয়েছে। সবকিছুর দাম বাড়ছে এর জন্যই বেকারির পণ্য দাম বাড়িয়ে দিয়েছে।’
পটুয়াখালী মহিলা আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা আবু ইউসুফ সাঈদ বলেন, ‘সামান্য রুটির দাম তাও দ্বিগুণ হয়ে গেল বাজারে সবকিছুর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি প্রতিদিন সকালবেলা একটা চা ও একটা রুটি খেয়ে থাকি, আজকে যখন চায়ের দোকানে যাই দোকানদার আমাকে বলেন রুটি কিন্তু এখন ১০ টাকা আমি অবাক হয়ে যাই। গতকালকেও যে রুটি ৫ টাকায় খেয়েছি সেই রুটি আজকে ১০ টাকায় খেতে হবে। আগে ২ টাকায় যে রুটি পাওয়া যেত সেই রুটি এখন ১০ টাকাও পাওয়া যাবে না। আমাদের মত পরিবারগুলো মুখ বুজে আর্তনাদ করা ছাড়া কোনো উপায় নেই।’
পটুয়াখালী শুভেচ্ছা বেকারির মালিক নান্নু মিয়া বলেন, ‘দেশে সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে আটা, তেল, ঘি ও চিনি এ সকল পণ্য বেকারির জন্য খুব জরুরি। তবে এই সকল পণ্যের দাম অনেক আগেই বৃদ্ধি পেয়েছে তারপরেও আমরা দাম বাড়ায়নি। বেকারির কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে হয়েছে। এই সকল দিক বিবেচনা করে বেকারির পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে। বেকারির পণ্যের দাম যদি বৃদ্ধি না করা হয় তাহলে আমাদের বেকারি বন্ধ করে দিতে হবে।’
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
৪১ মিনিট আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
১ ঘণ্টা আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
১ ঘণ্টা আগে