পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। এ সময় মারামারি ঠেকাতে গিয়ে আহত হয়েছেন তাঁদের এক ভাগনে। আজ সোমবার দুপুরে উপজেলার দাসপাড়া ইউনিয়নের উত্তর দাশপাড়া গ্রামের মৌলভী বাড়িতে এই ঘটনা ঘটে।
তাঁদের বাবার নাম হাফেজ মৌলভী আকন। নিহত রুহুল আমিন (৫২) পেশায় জমির সার্ভেয়ার ছিলেন।
মো. রুহুল আমিনের সঙ্গে দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে বিরোধ চলছিল ছোট ভাই রেজাউলের। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। আজ সোমবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে এ নিয়ে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে একে অপরকে কুপিয়ে জখম করেন। তাতে রুহুল আমিন গুরুতর জখম হন।
এ সময় মারামারি ঠেকাতে গিয়ে আহত হয়েছেন তাঁদের আপন ভাগনে রুবেল। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় রুহুল আমিন মারা যান। আহত রেজাউল ও তাঁদের ভাগনে মো. রুবেল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দিবা দেবনাথ বলেন, ‘নিহতের বুকে একাধিক জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসা শুরুর আগেই তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, ফুসফুসে আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। এ সময় মারামারি ঠেকাতে গিয়ে আহত হয়েছেন তাঁদের এক ভাগনে। আজ সোমবার দুপুরে উপজেলার দাসপাড়া ইউনিয়নের উত্তর দাশপাড়া গ্রামের মৌলভী বাড়িতে এই ঘটনা ঘটে।
তাঁদের বাবার নাম হাফেজ মৌলভী আকন। নিহত রুহুল আমিন (৫২) পেশায় জমির সার্ভেয়ার ছিলেন।
মো. রুহুল আমিনের সঙ্গে দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে বিরোধ চলছিল ছোট ভাই রেজাউলের। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। আজ সোমবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে এ নিয়ে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে একে অপরকে কুপিয়ে জখম করেন। তাতে রুহুল আমিন গুরুতর জখম হন।
এ সময় মারামারি ঠেকাতে গিয়ে আহত হয়েছেন তাঁদের আপন ভাগনে রুবেল। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় রুহুল আমিন মারা যান। আহত রেজাউল ও তাঁদের ভাগনে মো. রুবেল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দিবা দেবনাথ বলেন, ‘নিহতের বুকে একাধিক জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসা শুরুর আগেই তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, ফুসফুসে আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
২ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
৭ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১০ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
১১ মিনিট আগে