পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনার পাথরঘাটার সুন্দরবনসংলগ্ন বলেশ্বর নদে ইলিশ মাছ শিকার করায় ১১ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। গতকাল শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। আটককৃত প্রত্যেককে ২ হাজার করে মোট ২২ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আটককৃত জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটার বিভিন্ন এলাকায়।
জানা গেছে, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা বন্ধ করা হয়। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরগুনার পাথরঘাটা উপজেলার সুন্দরবনসংলগ্ন বলেশ্বর নদে মাছ শিকারে নামেন জেলেরা। এমন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় উপজেলার চরদুয়ানী এলাকায় অভিযান চালায় মৎস্য বিভাগ। এ সময় দুই মণ মাছসহ ১১ জেলেকে আটক করা হয়।
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, চরদুয়ানী খালে নোঙর করা আব্দুল হকের মালিকানাধীন একটি ট্রলারে অভিযান চালিয়ে ইলিশসহ সামুদ্রিক বিভিন্ন প্রজাতির দুই মণ মাছ জব্দ করা হয়েছে। পরে রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আটক ১১ জেলের প্রত্যেককে ২ হাজার করে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত মাছ এতিমখানায় দেওয়া হয়েছে। অবরোধকালীন মাছ শিকার না করার মর্মে ট্রলারটি মালিকের জিম্মায় দেওয়া হয়।
মৎস্য কর্মকর্তা আরও বলেন, নিষেধাজ্ঞার প্রথম দিনে ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের একটি টিম বলেশ্বর, বিষখালী ও তৎসংলগ্ন খালে অভিযান পরিচালনা করেছে। নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনার পাথরঘাটার সুন্দরবনসংলগ্ন বলেশ্বর নদে ইলিশ মাছ শিকার করায় ১১ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। গতকাল শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। আটককৃত প্রত্যেককে ২ হাজার করে মোট ২২ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আটককৃত জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটার বিভিন্ন এলাকায়।
জানা গেছে, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা বন্ধ করা হয়। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরগুনার পাথরঘাটা উপজেলার সুন্দরবনসংলগ্ন বলেশ্বর নদে মাছ শিকারে নামেন জেলেরা। এমন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় উপজেলার চরদুয়ানী এলাকায় অভিযান চালায় মৎস্য বিভাগ। এ সময় দুই মণ মাছসহ ১১ জেলেকে আটক করা হয়।
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, চরদুয়ানী খালে নোঙর করা আব্দুল হকের মালিকানাধীন একটি ট্রলারে অভিযান চালিয়ে ইলিশসহ সামুদ্রিক বিভিন্ন প্রজাতির দুই মণ মাছ জব্দ করা হয়েছে। পরে রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আটক ১১ জেলের প্রত্যেককে ২ হাজার করে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত মাছ এতিমখানায় দেওয়া হয়েছে। অবরোধকালীন মাছ শিকার না করার মর্মে ট্রলারটি মালিকের জিম্মায় দেওয়া হয়।
মৎস্য কর্মকর্তা আরও বলেন, নিষেধাজ্ঞার প্রথম দিনে ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের একটি টিম বলেশ্বর, বিষখালী ও তৎসংলগ্ন খালে অভিযান পরিচালনা করেছে। নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে গাজীপুরের দুটি সাবরেজিস্ট্রি অফিস। গাজীপুর সদর ও গাজীপুর যুগ্ম সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। নিয়ম অনুযায়ী প্রতিবছর অডিট করার কথা থাকলেও ১০ বছর ধরে অফিস দুটি অডিট হয় না বলেও অভিযোগ পাওয়া গেছে। দুদকের অভিযানেও উঠে এসেছে অভিযোগের সত্যতা।
৪ ঘণ্টা আগেটাঙ্গাইলের বাসাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছে প্রভাবশালী একটি মহল। এতে বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ। বাড়ছে কৃষি ও পরিবেশ বিপর্যয়। এতে স্থানীয় বাসিন্দারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছে অসাধু চক্রটি। তবে এ নিয়ে স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা
৫ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক ও জনপদের শত কোটি টাকার জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ খাবার হোটেল। এগুলো ট্রাক হোটেল নামে পরিচিত। আর এই হোটেল ব্যবসার আড়ালে মাদকের কারবার চলছে বলে অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত কলেজছাত্রী লামিয়া আক্তার ধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৫টার দিকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
৮ ঘণ্টা আগে