Ajker Patrika

নিষেধাজ্ঞা অমান্য করে বলেশ্বর নদে ইলিশ মাছ শিকার, ১১ জেলেকে জরিমানা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১০: ০৩
নিষেধাজ্ঞা অমান্য করে বলেশ্বর নদে ইলিশ মাছ শিকার, ১১ জেলেকে জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনার পাথরঘাটার সুন্দরবনসংলগ্ন বলেশ্বর নদে ইলিশ মাছ শিকার করায় ১১ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। গতকাল শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। আটককৃত প্রত্যেককে ২ হাজার করে মোট ২২ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। 

আটককৃত জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটার বিভিন্ন এলাকায়। 

জানা গেছে, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা বন্ধ করা হয়। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরগুনার পাথরঘাটা উপজেলার সুন্দরবনসংলগ্ন বলেশ্বর নদে মাছ শিকারে নামেন জেলেরা। এমন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় উপজেলার চরদুয়ানী এলাকায় অভিযান চালায় মৎস্য বিভাগ। এ সময় দুই মণ মাছসহ ১১ জেলেকে আটক করা হয়। 

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, চরদুয়ানী খালে নোঙর করা আব্দুল হকের মালিকানাধীন একটি ট্রলারে অভিযান চালিয়ে ইলিশসহ সামুদ্রিক বিভিন্ন প্রজাতির দুই মণ মাছ জব্দ করা হয়েছে। পরে রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আটক ১১ জেলের প্রত্যেককে ২ হাজার করে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত মাছ এতিমখানায় দেওয়া হয়েছে। অবরোধকালীন মাছ শিকার না করার মর্মে ট্রলারটি মালিকের জিম্মায় দেওয়া হয়। 

মৎস্য কর্মকর্তা আরও বলেন, নিষেধাজ্ঞার প্রথম দিনে ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের একটি টিম বলেশ্বর, বিষখালী ও তৎসংলগ্ন খালে অভিযান পরিচালনা করেছে। নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত