Ajker Patrika

বোরহানউদ্দিনে মনোনয়ন প্রত্যাহার করে নৌকার প্রার্থীকে সমর্থন দিল বিদ্রোহী

বোরহানউদ্দিন প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ২৩: ০৭
বোরহানউদ্দিনে মনোনয়ন প্রত্যাহার করে নৌকার প্রার্থীকে সমর্থন দিল বিদ্রোহী

ভোলার বোরহানউদ্দিনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিলেন এক ‘বিদ্রোহী’ প্রার্থী। বর্তমান চেয়ারম্যান নাগর হাওলাদারের পক্ষে কাজ করার ঘোষণা দেওয়া ৮ নম্বর পক্ষিয়া ইউনিয়নের এই প্রার্থীর নাম আবুল কালাম মিয়া। তিনি বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।

আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল আজ ৬ ডিসেম্বর। এদিন দুপুরে তিনি মোবাইলে আজকের পত্রিকাকে মনোনয়ন প্রত্যাহার এবং নৌকার প্রার্থীর সমর্থনে কাজ করার ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। 

আবুল কালাম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘নৌকা প্রতীকে নির্বাচন করার আশা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দেননি তাই ক্ষোভে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু অনেক ভেবে দেখলাম দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করা উচিত নয়। এ ছাড়া আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নৌকার সমর্থন দিতে প্রার্থিতা প্রত্যাহার করেছি।’ 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত মেনে আবুল কালাম তাঁর মনোনয়ন প্রত্যাহার করেছেন। এ জন্য তাঁকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি মিলেমিশে কাজ করে যাবেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত