Ajker Patrika

বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৮: ১৪
বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। 

গতকাল শনিবার রাত থেকে উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃদ্ধি পেয়েছে নদ-নদীর পানির উচ্চতা। বাতাসের চাপও কিছুটা বেড়েছে। রাত থেকে আজ রোববার দুপুর পর্যন্ত জেলায় ৩১ মিলিমিটারের অধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতাসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে সব মাছ ধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। 

এদিকে কোস্টগার্ড নিজামপুর স্টেশনের পক্ষ থেকে মহিপুর বন্দর এলাকায় রোববার দুপুরে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। লালুয়া বুড়োজালিয়া এলাকার বাসিন্দা শামসুল ইসলাম বলেন, ‘প্রতিবছর বর্ষা মৌসুমে অমাবস্যা এবং পূর্ণিমার “জো”তে আমাদের এলাকায় পানি প্রবেশ করে বসবাসের অনুপযোগী হয়ে যায়। দুই দিন ধরে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় মাচা তৈরি করে আছি।’ 

লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস আজকের পত্রিকাকে জানান, শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত অতিবৃষ্টি এবং জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ৭, ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। রোববার রাতে আরও পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। 
 
পটুয়াখালী জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবা সুখী বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আজ (রোববার) দুপুরে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। সমুদ্রে অবস্থানরত সব মাছ ধরা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত