পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে ছাত্রলীগ কর্মী তানভীর আহসান সাকিব হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান এই রায় ঘোষণা করেন।
দণ্ড পাওয়া আসামিরা হলেন পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের দুলাল মোল্লা, সাইদুল ইসলাম ওরফে সায়েদ শেখ, শহিদুল ইসলাম ওরফে সহিদ শেখ ও বেল্লাল শেখ।
নিহত ছাত্রলীগ কর্মী তানভীর আহসান সাকিব (১৭) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা গ্রামের মৃত আলতাফ হোসেন হাওলাদারের ছেলে।
কারাদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদীপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি ফারুক সরদার।
ফারুক সরদার জানান, ২০১৭ সালের ৬ মে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের একপাই জজুভোলা এলাকায় ছাত্রলীগ কর্মী সাকিবের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ৭ মে সাকিব মারা যান। নিহতের মা দেলোয়ারা বেগম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সেলিম ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। ২৫ জনের সাক্ষ্য নেওয়া শেষে আসামিদের উপস্থিতিতে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও অপর দুই আসামি আনিস শেখ ও হাফিজুল শেখকে খালাস দেন আদালত।
মামলার আসামিপক্ষের আইনজীবী ছিলেন আহসানুল কবীর বাদল।
পিরোজপুরে ছাত্রলীগ কর্মী তানভীর আহসান সাকিব হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান এই রায় ঘোষণা করেন।
দণ্ড পাওয়া আসামিরা হলেন পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের দুলাল মোল্লা, সাইদুল ইসলাম ওরফে সায়েদ শেখ, শহিদুল ইসলাম ওরফে সহিদ শেখ ও বেল্লাল শেখ।
নিহত ছাত্রলীগ কর্মী তানভীর আহসান সাকিব (১৭) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা গ্রামের মৃত আলতাফ হোসেন হাওলাদারের ছেলে।
কারাদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদীপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি ফারুক সরদার।
ফারুক সরদার জানান, ২০১৭ সালের ৬ মে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের একপাই জজুভোলা এলাকায় ছাত্রলীগ কর্মী সাকিবের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ৭ মে সাকিব মারা যান। নিহতের মা দেলোয়ারা বেগম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সেলিম ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। ২৫ জনের সাক্ষ্য নেওয়া শেষে আসামিদের উপস্থিতিতে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও অপর দুই আসামি আনিস শেখ ও হাফিজুল শেখকে খালাস দেন আদালত।
মামলার আসামিপক্ষের আইনজীবী ছিলেন আহসানুল কবীর বাদল।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৮ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৮ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
১১ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১১ ঘণ্টা আগে