Ajker Patrika

কাঁঠালিয়ায় বিএনপি নেতা-কর্মীদের হামলার শিকার ইউপি চেয়ারম্যান রিপন

ঝালকাঠি প্রতিনিধি  
আপডেট : ০১ জুলাই ২০২৫, ২১: ৪০
মাহমুদ হোসেন রিপন। ছবি: সংগৃহীত
মাহমুদ হোসেন রিপন। ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়ায় হামলার শিকার হয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদ হোসেন রিপন। হামলার অভিযোগ উঠেছে বিএনপিসংশ্লিষ্ট একদল নেতা-কর্মীর বিরুদ্ধে।

আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএনপির বহিষ্কৃত নেতা ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামসুল আলমের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি সংঘবদ্ধ দল রিপনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁর গায়ে থাকা জামাকাপড় ছিঁড়ে ফেলে প্রকাশ্যে মারধর করা হয়। হামলায় তিনি আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলাকারীরা রিপনকে মারধর করে কচুয়া বাজার থেকে সেন্টারের বাজারে নেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

অভিযুক্ত ইউপি সদস্য শামসুল আলম বলেন, ‘চেয়ারম্যানের ওপর হামলার খবর শুনে আমি ঘটনাস্থলে যাই। বরং আমি তাকে রক্ষা করার চেষ্টা করি। বিএনপির কিছু নেতা-কর্মীই তাকে মারধর করেছে।’

শামসুল আলম আরও দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রিপনের অবস্থানের কারণেই আজকের এই উত্তেজনা সৃষ্টি হয়েছে।

হামলার শিকার ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন। ছবি: সংগৃহীত
হামলার শিকার ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন। ছবি: সংগৃহীত

স্থানীয় সূত্র জানিয়েছে, রিপনের সঙ্গে শামসুল আলমের দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধ রয়েছে। চলতি বছরের আগস্ট মাসে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির তৃণমূল পর্যায়ে সক্রিয়তা বাড়ায় উত্তেজনা বাড়তে থাকে। ওই সময় রিপনকে চেয়ারম্যান পদ থেকে সরানোর চেষ্টা চালানো হয় বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে রিপনকে ফোন দেওয়া হলে তাঁকে পাওয়া যায়নি।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা আজকের পত্রিকাকে জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জানা গেছে, কাঁঠালিয়া উপজেলার রাজনৈতিক অঙ্গনে বর্তমানে অস্থিরতা বিরাজ করছে। উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নের চেয়ারম্যান রাজনৈতিক চাপে আত্মগোপনে রয়েছেন। কাঁঠালিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মারা গেছেন। রিপনও একসময় পলাতক ছিলেন। তবে বর্তমানে প্রকাশ্যে এসেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

গায়ের জোরে পদ্মা সেতুর দুর্নীতি মামলা বসিয়ে দেওয়া হয়: দুদক চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত